WBCHSE WB HS Results 2024 LIVE: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৫৮ জন

Uchcha Madhyamik Result: জীবনের এই বড় পরীক্ষায়, পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।

ABP Ananda Last Updated: 08 May 2024 06:28 PM
HS Result LIVE Updates: উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায় প্রথম হতদরিদ্র পরিবারের জ্যোৎস্না কিস্কু চান আগামীতে শিক্ষিকা হতে

উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায় প্রথম হতদরিদ্র পরিবারের জ্যোৎস্না কিস্কু চান আগামীতে শিক্ষিকা হতে। বাবা দরিদ্র ক্ষেতমজুর। মা ও ক্ষেতমজুর। প্রতিদিন কাজ মেলেনা। কাজ না মিললে অভাবের সংসারে দেখা দেয় খাদ্যাভাব। এমন পরিবারের মেয়ের নামই এবার উঠে এল রাজ্যের মেধা তালিকায়। সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিকে সকলকে চমকে এবার  একেবারে প্রথমে উঠে এসেছে  জ্যোৎস্না কিস্কুর নাম। প্রাপ্ত নম্বর ৪৮৬ । 

HS Result LIVE Updates: এই বছর প্রথম ফলাফল পুনর্মূল্যায়নের জন্য তৎকাল পরিষেবা চালু করা হয়েছে

এই বছর প্রথম ফলাফল পুনর্মূল্যায়নের জন্য তৎকাল পরিষেবা চালু করা হয়েছে। ১০ তারিখ মার্কশিট বিলি করা হবে। পুনর্মূল্যায়নের আবেদন জানানো যাবে ১০-১৩ মে-র মধ্যে। আবেদন পেলে ৭ দিনের মধ্যে রিভাইজ রেজাল্ট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। 

HS Result LIVE Updates: ৬০ শতাংশের প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের নীচে

৯০ শতাংশ পরীক্ষার্থী পাস করলেও প্রায় ৬০ শতাংশের প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের নীচে। কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না তো? ফল ঘোষণার দিন থেকেই ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। যদিও আশ্বাস দিয়েছেন, সংসদ সভাপতি। 

HS Result LIVE Updates: কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না তো?

রাজ্যের উচ্চমাধ্যমিকে কম সংখ্যক ছাত্র-ছাত্রী বেশি নম্বর পাওয়ায় কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না তো? উচ্চ শিক্ষায় তৈরি হবে না তো কোনও সঙ্কট? দানা বাঁধছে আশঙ্কা।

HS Result LIVE Updates: উচ্চ মাধ্যমিকে মিশনের দাপট

এ বছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় দাপট দেখিয়েছে মিশন পরিচালিত স্কুলগুলি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে দ্বিতীয়, ষষ্ঠ, নবম ও দশম স্থানে রয়েছেন ৬ জন। মিশন পরিচালিত অন্য স্কুলগুলিও ভাল ফল করেছে।

HS Result LIVE Updates: মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৫৮ জন

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৫৮ জন। উচ্চ মাধ্যমিকে কৃতীদের তালিকায় এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দাপট। মালদা মিশন স্কুলও ভাল ফল
করেছে। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস। ৫০০-র মধ্যে তিনি পেয়েছেন ৪৯৬। 

HS Result LIVE Updates: আগামী বছর থেকে দুটি সেমেস্টারে উচ্চ মাধ্যমিক

আগামী বছর থেকে দুটো সেমেস্টারে উচ্চ মাধ্যমিক। ‘সেখানে নম্বর বাড়বে, পার্সেন্টাইলও থাকবে’ -আশ্বাস সংসদ সভাপতির। 

HS Result LIVE Updates: রেজাল্ট দেখতে লগ ইন করুন wb12.abplive.com-এ

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। দুপুর তিনটে থেকে ওয়েবসাইটে রেজাল্ট, লগ ইন করুন wb12.abplive.com-এ। 


HS Result LIVE Updates: প্রতিদিন ফোন না ব্যবহারেই সাফল্য? উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ জানালেন নরেন্দ্রপুর মিশনের সাফল্যর কাহিনী

মাধ্যমিকে ২০ তম স্থান অর্জন করেছিল সৌম্যদীপ। তবে এবার উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন কীভাবে? প্রতিদিন ফোন না ব্যবহারেই কি সাফল্য? সৌম্যদীপ বলেন, 'আমরা ফোন প্রতিদিন পাইনা। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাই। দু-মাস, তিন মাস পড়াশোনা হয়ে গেলে মহারাজ ডিক্লেয়ার করলেন যে পাঁচ দিন, সাত দিন ছুটি তখন বাড়িতে এসে হয়তো ফোন দেখতাম। দু-তিম মাস যে ফোনের ব্যবহার থেকে দূরে থাকতাম, সেটা অনেকটাই সাহায্য করেছে।'

HS Result LIVE Updates: এই বছর প্রথম ফলাফল পুনর্মূল্যায়নের জন্য তৎকাল পরিষেবা চালু

এই বছর প্রথম ফলাফল পুনর্মূল্যায়নের জন্য তৎকাল পরিষেবা চালু করা হয়েছে। ১০ তারিখ মার্কশিট বিলি করা হবে। পুনর্মূল্যায়নের আবেদন জানানো যাবে ১০-১৩ মে-র মধ্যে। আবেদন পেলে ৭ দিনের মধ্যে রিভাইজ রেজাল্ট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। 

HS Result LIVE Updates: উচ্চমাধ্যমিকে এবার ৯০ শতাংশ পাস করেছে। তাৎপর্যপূর্ণভাবে ছাত্রীর সংখ্যা বেশি।

উচ্চমাধ্যমিকে এবার ৯০ শতাংশ পাস করেছে। তাৎপর্যপূর্ণভাবে ছাত্রীর সংখ্যা বেশি।এবারও সেরা পূর্ব মেদিনীপুর

HS Result LIVE Updates: দুপুর তিনটে থেকে ওয়েবসাইটে রেজাল্ট

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। দুপুর তিনটে থেকে ওয়েবসাইটে রেজাল্ট, লগ ইন করুন wb12.abplive.com-এ

HS Result LIVE Updates: 'আরেক ধাপ এগোতে পেরেছি খুব ভাল লাগছে', অভিষেক গুপ্ত

এবিপি আনন্দকে অভিষেক গুপ্ত বলেন, 'আমি মাধ্যমিকে চতুর্থ হয়েছিলাম। এবার তৃতীয় হয়েছি উচ্চ মাধ্যমিকে। আরেক ধাপ এগোতে পেরেছি খুব ভাল লাগছে। এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্স নিয়ে এগোতে চাই। বাবা-মা খুবই আনন্দে। আমি বরাবরই একটু গম্ভীর। পড়াশুনোর বাইরে গল্প, সাহিত্য , অঙ্ক এর বই পড়তাম। অঙ্ক আমার খুব প্রিয় বিষয়।'

HS Result LIVE Updates: প্রথম দশে ছাত্রর সংখ্যা ৩৫ , ছাত্রী রয়েছেন ২৩ জন

প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন। প্রথম দশে ছাত্রর সংখ্যা ৩৫ , ছাত্রী রয়েছেন ২৩ জন। উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস (৪৯৬)। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫)

HS Result LIVE Updates: 'পড়াশোনাকে ভালবেসে করেছি, খুঁটিয়ে পড়েছি প্রতিটি বই', উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে জানালেন অভীক দাস

উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস । 'পড়াশোনাকে ভালবেসে করেছি, খুঁটিয়ে পড়েছি প্রতিটি বই। নম্বরের পিছনে ছুটিনি। বুঝে বুঝে পড়েছি। মক টেস্ট পেপার সলভ করতাম', উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে জানালেন অভীক দাস

HS Result LIVE Updates: উচ্চ মাধ্যমিকে প্রথম দশে ছাত্রর সংখ্যা ৩৫ , ছাত্রী রয়েছেন ২৩ জন

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন। প্রথম দশে ছাত্রর সংখ্যা ৩৫ , ছাত্রী রয়েছেন ২৩ জন

HS Result LIVE Updates: তৃতীয় স্থানে রয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন স্কুলের অভিষেক গুপ্ত, মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন তিনি

প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। তৃতীয় স্থানে রয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন স্কুলের অভিষেক গুপ্ত। মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন তিনি। 

HS Result LIVE Updates: মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হলেন কারা কারা?

মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ, প্রাপ্ত নম্বর- ৪৯৩, মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার প্রাপ্ত নম্বর- ৪৯৩

HS Result LIVE Updates: উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস

প্রথম দশে রয়েছেন ১৫ জেলার ৫৮ জন। উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস (৪৯৬)। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫)। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ। তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত (৪৯৪)। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ (৪৯৩)। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার (৪৯৩)। পঞ্চম স্থানে স্কটিশচার্চ কলেজিয়েটের শৌনক কর (৪৯২)

HS Result LIVE Updates: মেয়েদের মধ্যে প্রথম প্রতীচী রায় তালুকদার

মেয়েদের মধ্যে প্রথম প্রতীচী রায় তালুকদার, কোচবিহার, প্রাপ্ত নম্বর ৪৯৩, স্নেহা ঘোষ- কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দির, চন্দননগর, প্রাপ্ত নম্বর ৪৯৩ 

HS Result LIVE Updates: প্রথম হয়েছেন অভীক দাস, আলিপুরদুয়ার, প্রাপ্ত নম্বর-৪৯৬

প্রথম হয়েছেন অভীক দাস, আলিপুরদুয়ার, প্রাপ্ত নম্বর-৪৯৬, ৯৯.২ শতাংশ। সৌম্যদীপ সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, প্রাপ্ত নম্বর- ৪৯৫। 

HS Result LIVE Updates: উচ্চ মাধ্যমিকে প্রথম ১০ জনে ৫৮ জন রয়েছে

প্রথম ১০ জনে ৫৮ জন রয়েছে। হুগলি থেকে ১৩ জন মেধাতালিকায় রয়েছেন। বাঁকুড়া থেকে ৯ জন। 

HS Result LIVE Updates: নেপালি ভাষায় প্রথম হয়েছেন তিন জন, প্রাপ্ত নম্বর ৪৬১


নেপালি ভাষায় প্রথম হয়েছেন তিন জন, প্রাপ্ত নম্বর ৪৬১। রোজি খাতুন, মমতা আগরওয়াল এবং বিষান বাসমেট। 

HS Result LIVE Updates: বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি

বিজ্ঞান বিভাগে- পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৫ হাজার ৮১০ জন। পাসের হার- ৯৭.১৯ শতাংশ। 

HS Result LIVE Updates:উচ্চ মাধ্যমিকে পূর্ব মেদিনীপুর পাসের হারে প্রথম

পূর্ব মেদিনীপুর পাসের হারে প্রথম, এরপর দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম। 

HS Result LIVE Updates: উচ্চমাধ্যমিকে পাসের হার ৯০ শতাংশ

পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ, উচ্চমাধ্যমিকে পাসের হার ৯০ শতাংশ

HS Result LIVE Updates: ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ শতাংশ বেশি

প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ শতাংশ বেশি 

HS Result LIVE Updates: ১০ মে স্কুল থেকে মার্কশিট পাবেন পড়ুয়ারা

১০ মে পড়ুয়ারা স্কুল থেকে মার্কশিট কালেক্ট করতে পারবেন, জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য 

HS Result LIVE Updates: পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ

পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ। এ বছর পরীক্ষা দিয়েছে সাড়ে ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী। 

HS Result LIVE Updates: প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল

প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। ফল জানতে ক্লিক করতে হবে wb12.abplive.com-এ

West Bengal HS Results 2024: আর কিছুক্ষণের অপেক্ষা এরপরই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল

অপেক্ষা আর কিছুক্ষণের। এরপরই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর। ক্লিক করতে হবে সার্চ বাটনে। 

WBCHSE WB HS Results 2024: আজ দুপুর ১টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট

৮ মে, দুপুর ১টায় উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করলেও, অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। 

West Bengal HS Results 2024: এবিপি আনন্দে উচ্চমাধ্যমিকের ফল

ক্লিক করতে হবে wb12.abplive.com-এ। দিতে হবে রোল নম্বর। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে।

WBCHSE WB HS Results 2024: জীবনের এই বড় পরীক্ষায়, পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ

অন্যবারের মতো এবারও, জীবনের এই বড় পরীক্ষায়, পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ।  উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb12.abplive.com-এ।

West Bengal HS Results 2024: আজ উচ্চমাধ্যমিকের রেজাল্ট

আজ উচ্চমাধ্য়মিকের রেজাল্ট। দুপুর ১টায় ফল ঘোষণা করবে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। 

WBCHSE WB HS Results 2024: আজ প্রকাশিত হবে, এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল

আজ প্রকাশিত হবে, এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর। ক্লিক করতে হবে সার্চ বাটনে। 

প্রেক্ষাপট

আজ প্রকাশিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস,  দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ,ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। শুধু রোল নম্বর দিয়ে ক্লিক করতে হবে সার্চ বাটনে। 


 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.