কলকাতা : ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন(WBMSC)-তে মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৩৬জন মেডিক্যাল অফিসার Medical Officer (General) পদে হবে এই নিয়োগ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ৭ অক্টোবরের মধ্যে অফিশিয়াল সাইটে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। 


কোন পদে কত নিয়োগ
সব মিলিয়ে West Bengal Municipal Service Commission (WBMSC)পদে ৩৬ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অধীনে হবে এই নিয়োগ। 


শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর অবশ্যই MBBS ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি তাঁর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (MCI) রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক। এ ছাড়াও DPH/ MD (Community Medicine)/ MD (PSM) উত্তীর্ণদের অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে পাবলিক হেলথে ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চাকরিপ্রার্থীদের।


বয়স সীমা
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স ১৮ হতে হবে। তবে ৩৭ ঊর্ধ্ব ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবেন না।তবে সরকারি নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমা  SC/ST-দের জন্য ৫ বছর শিথিল করা হয়েছে। একইভাবে OBC-দের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩ বছর শিথিল করা হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট  http://www.mscwb.org-এ যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।


কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন(WBMSC)-এর অফিশিয়াল সাইট http://www.mscwb.org-এ আবেদনপত্র জমা দিতে হবে। সেখানে নিজের যাবতীয় শংসাপত্রের নথি ও কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র সবই জমা দিতে হবে। একবার আবেদনপত্র জমা হয়ে গেলে রেজিস্ট্রেশন স্লিপ রাখতে হবে নিজের কাছে। চাকরির বিষয়ে যাবতীয় খবর অফিশিয়াল সাইটেই পেয়ে যাবে চাকরিপ্রার্থী। তবে আগামী ৭ অক্টোবরের মধ্যে এই আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের। 


আরও পড়ুন : Garden Reach Apprentice Recruitment 2021 : কলকাতায় গার্ডেনরিচে ২৫৬ পদে হবে নিয়োগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


আরও পড়ুন : Chittaranjan Locomotive Recruitment: চিত্তরঞ্জন লোকোমোটিভে প্রচুর পদে নিয়োগ, ৩ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন


আরও পড়ুন : India Post Recruitment 2021: Post Office-এ স্পোর্টস কোটায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ


আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI