রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ড্রোনের সাহায্যে তল্লাশি চালিয়ে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে জারভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। গত কয়েকদিন ধরে সুজাপুরের তাতলা এলাকায় বোমাবাজি চলছে। এলাকায় আরও বোমা, অস্ত্র মজুত রয়েছে কি না জানতে ড্রোনের সাহায্যে তল্লাশি শুরু করে পুলিশ। গতকাল বাঁশবাগানের মাটি খুঁড়ে জারভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। 


অগাস্টে কলকাতা থেকে গয়াগামী দূরপাল্লার বাস থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টে বাসটিকে আটক করে কুলটি থানার পুলিশ। বাসটিতে তল্লাশি চালিয়ে ৩০ টি তাজা বোমা উদ্ধার করা হয়। সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় বাসযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। 


এর আগে নন্দিগ্রামে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয় এক বালিকা। গত শনিবার মৃত্যু হয়েছে তার। গতকাল সেই ঘটনার তদন্তে নামে সিআইডি। নন্দীগ্রাম ১ ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের জাদুবাড়িচক গ্রামের ঘটনা। পরিত্যক্ত একটি বাড়িতে বোমা পড়েছিল। স্থানীয় সূত্রে খবর, গত পরশু বাড়ির কাছেই খেলছিল ওই বালিকা ও তার দুই সঙ্গী। পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকে মোড়া গোলাকার বস্তু দেখে বাড়িতে নিয়ে আসে তারা। প্লাস্টিক খোলার সময় পড়ে গিয়ে জোরাল বিস্ফোরণ ঘটে। এর জেরে গুরুতর জখম হয় ওই বালিকা সহ তিনজন। 


তাদের তড়িঘড়ি নন্দীগ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ৯ বছরের ওই বালিকার মৃত্যু হয়েছে। বাকি দুজন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিসাধীন। কীভাবে লোকালয়ের মধ্যে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা এল তা নিয়ে আতঙ্কিত স্থানীয়রা।



এই পরিস্থিতিতে ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই নন্দীগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থলে আসে সিআইডি। এদিন সিআইডির প্রতিনিধিরা ঘটনার তদন্ত শুরু করেন। অন্যদিকে বম্ব স্কোয়াড এসে পরিত্যক্ত বাড়িটি ভাল করে তল্লাশি চালিয়ে দেখে। যদিও কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Kolkata Rain : জলযন্ত্রণায় অভিনব কায়দায় রোজগার, সল্টলেকে আটকে পড়া গাড়ি ঠেলে পার করতে কড়কড়ে ৫০০ টাকা !


আরও পড়ুন: Kolkata: তপসিয়ার বহুতল থেকে আহত অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবক, মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে