কলকাতা  : কলকাতা পুলিশে কনস্টেবল/লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। প্রার্থীদের ন্যূনতম বয়স কোনওমতেই ১৮ বছরের নিচে হওয়া চলবে না। ১-১-২০২৪ -এ বয়সের ঊর্ধ্বসীমা হওয়া চলবে না ৩০ বছরের উপরে।  তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় রয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য (OBC A, OBC B ) তিন বছরের ছাড় থাকছে। তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকছে তিন বছরের। শুধুমাত্র কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়াররা পাঁচ বছরের ছাড় পাবেন। নিয়মানুযায়ী ছাড় থাকছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের।


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা 


আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। 


বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে প্রার্থীকে। তবে দার্জিলিং পার্বত্য মহকুমা ও কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য নয় এটি। কলকাতা পুলিশে কর্মরত হোম গার্ড ও সিভিক ভলান্টিয়ারদের ১-১-২০৪-এ অবশ্যই তিন বছর পূর্ণ করতে হবে। আর্থিকভাবে দুর্বল শ্রেণিভুক্তদের (EWS) অবশ্যই নির্দিষ্ট ফরম্যাটে আয় ও সম্পত্তি শংসাপত্র জমা দিতে হবে। শংসাপত্র ২০২৩-২০২৪ আর্থিক বর্ষের হতে হবে। 


আবেদনপত্র জমা করা যাবে শুধুমাত্র অনলাইনে। ১ মার্চ ২০২৪ থেকে ২৯ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার আগে প্রার্থীদের ‘ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস অংশটি’ অবশ্যই পড়ে দেখতে বলা হচ্ছে। 


পদের নাম  : Constables & Lady Constables in Kolkata Police


বেতনক্রম - নিয়মানুযায়ী


কনস্টেবলের জন্য মোট শূন্যপদ ৩৪৬৪টি 


লেডি কনস্টেবলের জন্য মোট শূন্যপদ ২৭০টি


নিয়োগের জন্য লিখিত পরীক্ষা


প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ভিত্তিতে হবে প্রাথমিক প্রার্থী বাছাই । তারপরে নেওয়া হবে ফিজিক্যাল মেজ়ারমেন্ট টেস্ট (PMT), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট  (PET)। চূড়ান্ত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। 


প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। MCQ ধাঁচে হবে প্রশ্ন। ১০০টি অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান হবে ১। পরীক্ষার সময় ১ ঘণ্টা। বাংলা ও নেপালিতে হবে প্রশ্নপত্র। 


প্রশ্নে থাকবে সাধারণ জ্ঞান - ৪০ নম্বর, এলিমেন্টারি ম্যাথ (মাধ্যমিক সমতুল) - ৩০ নম্বর এবং রিজনিং । বিশেষভাবে উল্লেখ্য, পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরে্র জন্য বরাদ্দ নম্বরের ১/৪ অংশ কেটে নেওয়া হবে। নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন prb.wb.gov.in-এ।


আরও পড়ুন: SBI SCO recruitment 2024: SBI SCO পদে শুরু নিয়োগ, কীভাবে কবে পর্যন্ত আবেদনের সুযোগ


Education Loan Information:

Calculate Education Loan EMI