কলকাতা: স্টেট ব্যাঙ্কে স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SBI SCO recruitment 2024) পদে নিয়োগ শুরু হল। ১৩ ফেব্রুয়ারি দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতেই এই নিয়োগের কথা বলা হয়েছে। মোট ১৩১ টি পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসারসহ বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। আগামী ৪ মার্চের মধ্যে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের তারিখ - ১৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। অনলাইনে আবেদন করতে হবে।
কোন পদে কতজন নিয়োগ
মোট ১৩১টি পদে নিয়োগ করা হবে।
- অ্যাসিস্ট্যান্ট ম্য়ানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) - ২৩
- ডেপুটি ম্য়ানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) - ৫১
- ম্য়ানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) - ৩
- অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্য়ানেজার (অ্যাপ্লিকেশন সিকিউরিটি) - ৩
- সার্কল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসার - ১
- ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) - ৫০
তিনটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক। সার্কল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসার পদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) পদের জন্য একটি বিজ্ঞপ্তি ও বাকি পদগুলির জন্য আরেকটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আবেদনের বয়স (SBI SCO recruitment 2024 Age limit)
তিনটি বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা করে প্রতিটি পদের জন্য আবেদনের যোগ্যতা বলা হয়েছে। এর সঙ্গে উল্লেখ করা হয়েছে প্রতি পদের জন্য নির্ধারিত বয়স। শ্রেণি অনুযায়ী সংরক্ষণের সুবিধাও দেওয়া হয়েছে।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা (SBI SCO recruitment 2024 Educational Qualification)
প্রতিটি পদের জন্য আলাদাভাবে এটি উল্লেখ করা হয়েছে। একই ভাবে সাইটে গিয়ে দেখে নিতে হবে এটি।
আবেদনের খরচ - অসংরক্ষিত, ইডব্লিউএস, ওবিসি আবেদনকারীদের জন্য ৭৫০ টাকা। এসসি, এসটি, পিডব্লিউডি-দের জন্য কোনও আবেদনের খরচ নেই।
কীভাবে আবেদন করবেন (SBI SCO recruitment 2024 Application Process) ?
- প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল সাইটে যেতে হবে।
- সেখানে এসবিআই এসসিও রিক্রুটমেন্ট ২০২৪ লিঙ্কের উপর ক্লিক করতে হবে।
- এবার নিজের তথ্য দিয়ে ফর্ম ভরতে হবে।
- আবেদন ফর্ম সাবমিট করত হবে।
- এর পরের পেজে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
- তার পর পেমেন্ট পেজে গিয়ে পেমেন্ট করতে হবে।
- এবারে ফর্মের একটি পিডিএফ প্রিন্টের জন্য সেভ করে নিতে হবে ।
ডিসক্লেইমার: পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকার হেতু এই তথ্যাদি দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন। শুভেচ্ছা।
আরও পড়ুন - IRCTC Recruitment: IRCTC-তে অ্যাডমিন পদে নিয়োগ- কত শূন্যপদ, কীভাবে আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI