কলকাতা:  সাব-ইনস্পেক্টর পদে ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্র্যুটমেন্ট বোর্ড। প্রার্থীদের বলা হয়েছে, পুলিশ রিক্র্যুটমেন্ট বোর্ডের সরকারি ওয়েবসাইট "wbpolice.gov.in" থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই ইন্টারভিউ অ্যাডমিট কার্ড ২০২১ ডাউনলোড করা যাবে। 


পুলিশ রিক্র্যুটমেন্ট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, যাঁরা পুলিশ রিক্র্যুটমেন্ট লিখিত পরীক্ষায় ঊত্তীর্ণ হয়েছেন, কেবলমাত্র তাঁরাই আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারির ওই ইন্টারভিউতে উপস্থিত হতে পারবেন।


এক ঝলকে দেখে নেওয়া যাক, কী করে ডাউনলোড করতে হবে অ্য়াডমিট কার্ড---


প্রথম ধাপ- পশ্চিমবঙ্গ পুলিশ রিক্র্যুটমেন্ট বোর্ডের সরকারি ওয়েবসাইট wbpolice.gov.in-এ যান।
দ্বিতীয় ধাপ- হোমপেজে থাকা পশ্চিমবঙ্গ পুলিশ এসআই অ্যাডমিট কার্ড ২০২১ আইকনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ- আপনাকে নতুন পেজে রিডিরেক্ট করা হবে। অর্থাৎ, নতুন পেজ খুলবে।
চতুর্থ ধাপ- নির্দিষ্ট জায়গায় আবেদন ক্রমসংখ্যা, জন্মতারিখ দিয়ে এন্টার টিপুন।
পঞ্চম ধাপ- আপনার স্ক্রিনে অ্যাডমিট কার্ড ২০২১ চলে আসবে।


প্রার্থীদের পরামর্শ, পশ্চিমবঙ্গ পুলিশ এসআই ইন্টারভিউ অ্যাডমিট কার্ড ২০২১ ডাউনলোড করে "Save" করে রাখতে।


এই ইন্টারভিউ মূলত পশ্চিমবঙ্গ পুলিশের সাধারণ ও সশস্ত্র শাখার সাব-ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য। এই নিয়োগের লিখিত পরীক্ষা আগেই নেওয়া হয়েছে।


পুলিশ রিক্র্যুটমেন্ট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, ইন্টারভিউয়ের দিন অ্য়াডমিট কার্ডের পাশাপাশি প্রার্থীদের কোভিড-১৯ শংসাপত্রও বাধ্যতামূলকভাবে দেখাতে হবে। এর পাশাপাশি, সাম্প্রতিক ছবি ও পরিচয় প্রমাণপত্র সহ অন্যান্য নথি -- যেগুলি অ্যাডমিট কার্ডে বলা রয়েছে, সেগুলিও জরুরি।


প্রার্থীর ইন্টারভিউয়ের তারিখ অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI