কলকাতা: রাজ্যের পোস্টাল সার্কেলে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব মিলিয়ে ১২৪টি পদে হবে এই নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। 


West Bengal Postal Recruitment : পশ্চিমবঙ্গে স্পোর্টস কোটায় মেধার ভিত্তিতে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট ও পোস্টম্যান নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের বেছে নেবে ইন্ডিয়া পোস্ট (India Post) ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল (West Bengal Postal Circle)।


Group C Sports Quota Posts
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট: ৫১টি পদ
সর্টিং অ্যাসিস্ট্যান্ট: ২৫টি পদ
পোস্টম্যান: ৪৮টি পদ


India Post Recruitment: শিক্ষাগত যোগ্যতা
Postal Assistant/ Sorting Assistant: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে উচ্চমাধ্যমিক বা ১২ পাশ হতে হবে। নিয়োগের চিঠি পাওয়ার আগে চাকরিপ্রার্থীকে ৬০দিনের একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করতে হবে।


Postman: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর স্থানীয় ভাষা জানা আবশ্যক। বাংলা ছাড়াও দার্জিলিং ও জলপাইগুড়ি সাব ডিভিশনের জন্য নেপালি জানা বাধ্যতামূলক। এই ক্ষেত্রেও চাকরিপ্রার্থীকে ৬০ দিনের বেসিক কম্পিউটিং কোর্স করতে হবে।


খেলাধুলার যোগ্যতা: চাকরিপ্রার্থী বা আবেদনকারীকে অবশ্যই এই পদে আবেদনের জন্য একজন মেধাবী ক্রীড়বিদ হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখতে হবে। 


India Post Recruitment: বয়স সীমা 
রাজ্যের পোস্ট অফিসের বিভিন্ন পোস্টে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে।তবে সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে। প্রার্থী SC/ST হলে ৫ বছর ও OBC হলে তিন বছরের ছাড় রয়েছে।


আরও পড়ুন : Indian Oil Recruitment: ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে চাকরির সুযোগ, এই যোগ্যতা আছে কি ?


India Post Recruitment: কীভাবে আবেদন করবেন ?
রাজ্যে ইন্ডিয়া পোস্ট বেঙ্গল সার্কেলের এই নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের Office of the Chief Postmaster General, West Bengal Circle, Kolkata-700012-এর ঠিকানায় আবেদন করতে হবে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে এই ঠিকানায় চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। 


Official website of India Post, West Bengal Postal Circle — http://www.westbengalpost.gov.in 


আরও পড়ুন : Kolkata Port Trust Recruitment: কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরির সুযোগ, এই দিন সরাসরি হবে ইন্টারভিউ


আরও পড়ুন : Data Entry Operator Recruitment : রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটরের পদ খালি, জেনে নিন আবেদনের যোগ্যতা


Education Loan Information:

Calculate Education Loan EMI