DH&FWS Birbhum Recruitment 2021: রাজ্যের এই জেলায় যোগ প্রশিক্ষক (Yoga Instructor) ও যোগ সহায়ক (Yoga Assistant)নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। District Health & Family Welfare Samiti Birbhum-এ হবে এই নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ঠিকানায় এই পদের জন্য আবেদন করতে হবে।
YOGA INSTRUCTOR – 01
শিক্ষাগত যোগ্যতা: যোগ প্রশিক্ষক পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। সঙ্গে Post Graduate Diploma in Yoga/ Yoga Education/ Yoga Therapy or one year Yoga & Naturopathy-র শংসাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীর। আবেদনকারীদের অবশ্যই West Bengal Council of Yoga and Naturopathy-র অধীনে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেই শেষ নয়। আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে বাংলা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে।
Yoga Instructor Jobs: বয়স সীমা
এই ক্ষেত্রে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
YOGA ASSISTANT – 01
শিক্ষাগত যোগ্যতা: এই ক্ষেত্রেও চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। সঙ্গে West Bengal Council of Yoga and Naturopathy থেকে এক বছরের Yoga & Naturopathy Trainee Course করা থাকতে হবে আবেদনকারীর।
YOGA ASSISTANT: বয়স সীমা
এই ক্ষেত্রে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম মেনে চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
DH&FWS Birbhum Recruitment 2021: কীভাবে আবেদন করবেন চাকরিপ্রার্থীরা ?
যোগ প্রশিক্ষক ও যোগ সহায়ক পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের Office of the Chief Medical Officer of Health (DPMU Section Room No.7), New Administrative Building, Old Out door Campus, PO Suri, District- Birbhum, Pin 731101, West Bengal-এই ঠিকানায় ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
Official website of District Health & Family Welfare Samiti Birbhum — https://birbhum.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI