তিরুচিরাপল্লী: নিজেদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ, ধরনায় বসেছেন তামিলনাড়ুর কৃষকরা। এবার ভোটের ময়দানে নামছেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসীতে তামিলনাড়ুর ১১১ জন চাষি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করলেন তাঁদের নেতা পি আয়াকান্নু। তিনি জানিয়েছেন, বিজেপি যাতে তাদের নির্বাচনী ইস্তাহারে কৃষিপণ্যের লাভজনক দাম সহ কৃষকদের যাবতীয় দাবিদাওয়া পূরণের প্রতিশ্রুতি দেয়, সেজন্য তাদের বোঝাতেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শতাধিক কৃষক ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ন্যাশনাল সাউথ ইন্ডিয়ান রিভার্স ইন্টার-লিঙ্কিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আয়াকান্নু বলেছেন, বিজেপি ইস্তাহারে আমাদের দাবিদাওয়া পূরণের প্রতিশ্রুতি দিলেই আমরাও মোদির বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত তুলে নেব। কিন্তু তেমনটা না হলে সিদ্ধান্ত বহাল থাকবে।
৩০০ কৃষকের বারাণসী যাত্রার ট্রেনের টিকিট বুক করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৭য় দিল্লিতে ১০০ দিনের বেশি তামিলনাড়ুর কৃষকদের আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন এই আয়াকান্নু। ২০১৮-র নভেম্বর তাঁর হাত ধরেই দুটি মড়ার ‘খুলি’ নিয়ে কিষাণ সমাবেশে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তামিলনাড়ুর কৃষকরা। ওগুলি ঋণের জ্বালায় আত্মঘাতী কৃষকদের বলে দাবি করেন তাঁরা।
কেন তাঁরা কংগ্রেসের মতো বাকি দলগুলির পরিবর্তে শুধু শুধু বিজেপির কাছেই ভোটের ইস্তাহারে তাদের দাবিদাওয়া অন্তর্ভুক্ত করার দাবি করছেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি বর্তমানে দেশ চালাচ্ছে, মোদি প্রধানমন্ত্রী। ডিএমকের মতো রাজ্যের কয়েকটি দল তাদের ইস্তাহারে চাষিদের নানা দাবির অন্যতম, সম্পূর্ণ কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতির দাবি রেখেছে বলে জানান তিনি। আয়াকান্নু বলেন, আমরা বিজেপি বা আমাদের প্রধানমন্ত্রী মোদির বিরোধী নই। ক্ষমতায় আসার আগে আমাদের দাবি পূরণ, আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি। আজও উনি আমাদের প্রধানমন্ত্রী আর বিজেপি শাসক দল। তাই ওদের কাছেই দাবি জানাচ্ছি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘বিজেপি কৃষিপণ্যের লাভজনক দাম সহ দাবিদাওয়া পূরণের প্রতিশ্রুতি দিক ইস্তাহারে’, বারাণসীতে মোদির বিরুদ্ধে লড়বেন তামিলনাড়ুর ১১১ কৃষক
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2019 03:53 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -