চেন্নাই: আজ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রায় দুই মাস ক্রিকেটপ্রেমীরা বিশ্বের অন্যতম আকর্ষণীয় টি-২০ টুর্নামেন্টে তাঁদের প্রিয় দলগুলির লড়াই উপভোগ করবেন। তবে এবারের আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। আজ থেকে ১২ মে পর্যন্ত টুর্নামেন্ট চলবে। অংশ নিচ্ছে আটটি দল।
আইপিএলের ১২ তম মরশুমের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। প্রথম ম্যাচেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলির দলের প্রতিদ্বন্দ্বিতা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।
আইপিএলের ১১ বছরের ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে না। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় জওয়ানদের মৃত্যুর ঘটনার  পরিপ্রেক্ষিতে এবারের আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের প্রশাসকদের কমিটির প্রধান বিনোদ রাই বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যে বাজেট ছিল, তা নিহত জওয়ানদের পরিবারকে দেওয়া হবে।
সিএসকে-র সমস্ত খেলোয়াড় তাঁদের প্রথম ম্যাচের ফি পুলওয়ামার নিহত জওয়ানদের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাক্তন অধিনায়ক হলেও ক্যাপ্টেন কুলের মহিলা এখনও অটুট। ঘরের মাঠে প্রথম খেলায় গ্যালারি হলুদ জার্সিতে ভরে থাকবে বলেই মনে করা হচ্ছে।
এমএ চিদম্বরম স্টেডিয়ামে আরসিবি এর আগে সাত ম্যাচ খেলে ছয়টিতেই হারের মুখ দেখেছে। চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে এখনও পর্যন্ত ২২ ম্যাচ হয়েছে। এরমধ্যে মাত্র সাত ম্যাচ জিতেছে বেঙ্গালুরু।
গত মরশুমে দুটি দলের মধ্যে পুনেতে শেষবার খেলা হয়েছিল। ওই ম্যাচও জিতেছিল চেন্নাই। বেঙ্গালুরুর পক্ষে সুখবর, তাদের বিধ্বংসী ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স সম্পূর্ণ ফিট। এছাড়াও তাদের দলে রয়েছে শিমরোন হেটমেয়ারের মতো পাওয়ার হিটার।
চেন্নাই দলে রয়েছে দীপক চহরের মতো বোলার, যিনি গত মরশুমে দুরন্ত পারফর্ম করে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। এছাড়াও দলে রয়েছেন সুরেশ রায়না ও কেদার যাদবের মতো খেলোয়াড়।
বেঙ্গালুরুর সবচেয়ে বড় ভরসা রান মেশিন কোহলি। অন্যদিকে, চেন্নাইয়ে রয়েছেন অভিজ্ঞ ধোনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি এখনও পর্যন্ত ৭১০ রান করেছেন। চেন্নাইয়ের হয়ে এর থেকে বেশি রান কোহলির দলের বিরুদ্ধে আর কোনও ব্যাটসম্যানের নেই।