নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) সঙ্গে দেখা করে সরকার গঠনের আবেদন জানানোর পর দেশের জনগণের স্বপ্নপূরণে আরও উদ্দীপনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। শুক্রবার এনডিএ (NDA) সাংসদদের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আবেদন জানাতে যান নরেন্দ্র মোদি। তারপর দেশের জনগণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ মানুষের স্বপ্নপূরণের জন্য তাদের সরকার কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন।


এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এনডিএ-১, এনডিএ-২ ও এনডিএ-৩ হল সুশাসনের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সিদ্ধান্তের ধারাবাহিকতা। দেশের সাধারণ মানুষের স্বপ্নপূরণের জন্য যে উদ্যোগ আমরা নিয়েছি তা আরও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যাব আমরা।"


 




দেশের মানুষকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, "আমি দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে ১৮তম লোকসভায় আমাদের পাঁচ বছরের সময়কালে, আমরা দেশের আশা ও ভরসা পূরণের পথে কোনও পাথরই পড়ে থাকতে দেব না। যে গতিতে আগেও দেশের মঙ্গলের জন্য কাজ করেছি এবারও সেই একই গতি ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করব। আজ সকালে এনডিএর একটি বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে এনডিএর সমস্ত সহকর্মীরা আমাকে ফের একবার এই দায়িত্ব দিয়েছেন এবং সমস্ত এনডিএ সহকর্মীরা রাষ্ট্রপতিকে এই দায়িত্ব দেওয়ার বিষয়ে জানিয়ে এসেছেন। তারপই রাষ্ট্রপতি আমাকে ডেকে প্রধানমন্ত্রী মনোনীত হিসেবে কাজ করার অনুমতি দিয়েছেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান কবে করতে চাই সেই বিষয়ে জানতে চেয়েছেন। আমি রাষ্ট্রপতিকে জানিয়েছি যে আমাদের ৯ জুন সন্ধ্যায় শপথ নিতে সুবিধা হবে এবং তার মধ্যেই আমরা মন্ত্রিসভার তালিকা তাঁকে দেব তারপরই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: PM Modi: বিরোধীদের জবাব! সংবিধানকে প্রণাম করার ছবি সহ আবেগঘন পোস্ট প্রধানমন্ত্রী মোদির