কলকাতা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আবহেই দরজায় কড়া নাড়ছে বেঙ্গল প্রো টি-২০ লিগ (Bengal Pro T20)। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে চলেছে সিএবি। পুরুষ ও মহিলা - দুই বিভাগেই হবে টুর্নামেন্ট। ১১ জুন থেকে ছেলেদের প্রতিযোগিতা শুরু হবে। একদিন পরে, ১২ জুন শুরু হবে মেয়েদের প্রতিযোগিতা।


নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্সের মহিলা দলের নেতৃত্বের দায়িত্বে বাংলার ক্রিকেটার প্রিয়ঙ্কা বালা। নেতৃত্বের দায়িত্ব পেয়ে তিনি রোমাঞ্চিত। টুর্নামেন্ট শুরুর আগে শিলিগুড়ি স্ট্রাইকার্সের অধিনায়ক প্রিয়ঙ্কা বালা বলেছেন, 'আমি শিলিগুড়ি স্ট্রাইকার্সের নেতৃত্বের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত। বেঙ্গল প্রো টি-২০ লিগের মতো বড় মঞ্চ আমার কাছে বিরাট এক সুযোগ। আমি আগেও নেতৃত্বের দায়িত্ব সামলেছি। কিন্তু এটা আমার কাছে বিরাট চ্যালেঞ্জ।'


১২ জুন বেঙ্গল প্রো টি-২০ লিগে মেয়েদের প্রতিযোগিতা শুরু। প্রথম দিনই শিলিগুড়ি স্ট্রাইকার্স নামছে হারবার ডায়মণ্ডসের বিরুদ্ধে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। প্রিয়ঙ্কা বলেছেন, 'আমাদের প্রস্তুতি দারুণভাবে চলছে। সেই প্রস্তুতি ঠিক হচ্ছে কি না বুঝে নিতে প্র্যাক্টিস ম্যাচ খেলছি। সবকিছুই আমাদের পক্ষে ঠিক পথে চলছে।'


মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চলতি বছরে উইমেন্স প্রিমিয়ার লিগে খেলে এসেছেন প্রিয়ঙ্কা। সেখানকার অভিজ্ঞতা এবং আর্ন্তজাতিক ক্রিকেটারদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে সমৃদ্ধ হয়েছেন। সেই অভিজ্ঞতা বেঙ্গল প্রো টি-২০-তে কাজে লাগাতে চান। প্রিয়ঙ্কা বিশ্বাস করেন, বেঙ্গল প্রো টি-২০ লিগ নতুন প্রতিভার উত্তরণের অসাধারণ সুযোগ করে দিয়েছে। 'ডব্লিউপিএল আমার খেলার উন্নতির সুযোগ করে দিয়েছিল। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকার সুযোগ পেয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। কীভাবে তারা প্র্যাক্টিস করে, কীভাবে খেলে, আমি অনেক কিছু ওদের থেকে শিখেছি,' বলেছেন ২৮ বছর বয়সী ক্রিকেটার। সঙ্গে যোগ করেছেন, 'আমরা যারা বাংলায় ঘরোয়া ক্রিকেটে  খেলি তাদের কাছে বেঙ্গল প্রো টি-২০ লিগ বিরাট মঞ্চ। কিন্তু নতুন ক্রিকেটারদের কাছে বেঙ্গল প্রো টি-২০ লিগ নিজেদের মেলে ধরার বড় সুযোগ।' প্রস্তুতিতে কোন খামতি রাখতে রাজি নন প্রিয়ঙ্কা।


সিএবি-র পরিচালনায় ও আরিভা স্পোর্টসের ব্যবস্থাপনায় বেঙ্গল প্রো টি-২০ লিগে পুরুষ এবং মহিলাদের আটটি করে দল অংশগ্রহণ করছে। ১১ জুন থেকে শুরু হওয়া ১৮ দিনের এই টুর্নামেন্টটি ২৮ জুন পর্যন্ত চলবে।


শিলিগুড়ি স্ট্রাইকার্সের মহিলা দল


প্রিয়ঙ্কা বালা (মার্কি ক্রিকেটার, অধিনায়ক), বৃষ্টি মাজি, প্রীতি মণ্ডল, জানভি রাজ পাসোয়ান, দীপিতা ঘোষ, পম্পা সরকার, সমায়িতা অধিকারী, মল্লিকা রায়, প্রিয়া পাণ্ডে, অভিশ্রুতি ধর, সোহিনী যাদব, অঞ্জলি বর্মন, চন্দ্রিমা ঘোষাল, মুসকান সিনহা, স্নিগ্ধা বাগ ও শ্রীতমা মালি।


আরও পড়ুন: সুপার এইটে উঠতে পারবে না পাকিস্তান? বাবরদের তুলোধনা করে আশঙ্কাপ্রকাশ আক্রমের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।