কলকাতা: কোথাও ছাপ্পাভোট। কোথাও সাংবাদিকদের মার খেতে দেখেও নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী।
জঙ্গলমহলে প্রথম দফার ভোটে এরকম বহু অশান্তির সাক্ষী থাকলেন বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা। এসব ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, তৃণমূল বহু জায়গাতেই সুষ্ঠু ভোট আটকানোর চেষ্টা করেছে।
তৃণমূল অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দাবি করেছে ভোট শান্তিপূর্ণই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছেন।
শাসক খুশি হলেও, কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের ভূমিকাতে সন্তুষ্ট নয় কংগ্রেস ও বিজেপি।
উপ মুখ্য নির্বাচন কমিশনার সন্দীর সাক্সেনার অবশ্য দাবি, মোটের ওপর ভোট শান্তিপূর্ণই হয়েছে। কয়েকটি অভিযোগ এলেও তার প্রেক্ষিতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুরে ৮১.৬৬ শতাংশ ভোট পড়েছে। পুরুলিয়ায় ভোট পড়েছে ৮০.১৮ শতাংশ। বাঁকুড়ায় ভোট পড়েছে ৮০.৫৯ শতাংশ।
রানিবাঁধ উচ্চ বালিকা বিদ্যালয়ে ২৩০ নম্বর বুথে পুনর্নির্বাচনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে কলকাতায় সিইও দফতর থেকে।