কলকাতা: বিরাটের মুকুটে নয়া পালক!
ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়’-তেই ভরসা রাখল আইসিসি। সদ্য টি-২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিকে টপকে বিরাট কোহলিকেই বিশ্ব টি-২০ একাদশের অধিনায়ক হিসেবে বাছল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। অনেকের কাছে অবাক মনে হলেও, বিশ্ব দলে ঠাঁই পাননি মহেন্দ্র সিংহ ধোনি!
এই নিয়ে পরপর দুটি বিশ্ব টি-২০ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন কোনও ভারতীয়। গতবার আইসিসি প্যানেল নির্বাচিত বিশ্ব টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এবার টি-২০ বিশ্বকাপে তেমন আহামরি পারফরম্যান্স না থাকায় অধিনায়কত্ব সমেত দল থেকেই বাদ পড়েছেন তিনি। সেখানে স্থলাভিষিক্ত হয়েছেন টিম ইন্ডিয়ার নতুন সেনসেশন কোহলি।
তবে, গতবারের তুলনায় বিশ্ব দলে ভারতীয়দের প্রতিনিধিত্ব অর্ধেক হয়ছে। গত বিশ্ব টি-২০ দলে যেখানে চারজন ভারতীয় ছিলেন, সেখানে এবার প্রথম একাদশে ঠাঁই পেয়েছেন মাত্র ২ জন। সদ্যসমাপ্ত ক্রিকেটের কনিষ্ঠতম ভার্সানের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। ১৩৬.৫ গড়ে তিনি মোট ২৭৩ রান করেন। টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৬.৭। তিনটি অর্ধশতরান করেন কোহলি। যার কারণে তিনি টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন।
বিশ্ব টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বিসিসিআই-এর ওয়েবসাইটে একটি বিবৃতি পেশ করে কোহলি জানান, ঘরের মাঠে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন না হতে পেরে তিনি হতাশ। তবে, টুর্নামেন্ট সেরা হয়ে ভাল লাগছে বলে জানান তিনি। কোহলি যোগ করেন, ঘরের মাঠে এত বিপুল জনসমর্থনের সামনে খেলতে পেরে তিনি গর্বিত। বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজিত হওয়ায় তিনি খুশি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিনি ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ও মহিলা দলকে শুভেচ্ছা জানান।
কোহলি ছাড়াও এই দলে জায়গা পেয়েছেন আশীষ নেহরা। বিশ্বকাপের পাঁচটি ম্যাচেই বেশ কৃপণতার সঙ্গে বল করে গিয়েছেন তিনি। যার ফলস্বরূপ তাঁকে বিশ্ব একাদশে রাখা হয়েছে। দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের চারজন, ওয়েস্ট ইন্ডিজের দুজন এবং অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার।
এক নজরে বিশ্ব টি-২০ একাদশ: জেসন রয় (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), জোস বাটলার (ইংল্যান্ড), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), ডেভিড উইলি (ইংল্যান্ড), স্যমুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), আশীষ নেহরা (ভারত)। দ্বাদশ ব্যক্তি - মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
বিশ্ব টি-২০ একাদশের অধিনায়ক বিরাট, বাদ ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2016 01:18 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -