রুমা পাল, কলকাতা:এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force In West Bengal)। এই মুহূর্তে রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024)। বাংলায় ভোটের জন্য ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।


বিশদ...
এই মুহূর্তে রাজ্য ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এপ্রিলের গোড়ায় আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। কিন্তু এই ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 'এরিয়া ডমিনেশন' এবং 'কনফিডেন্স বিল্ডিং'-র জন্য আসছে। তবে এখানেই শেষ নয়। প্রথম দফার ভোটের আগে ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে বলে খবর। সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও কোনও কোনও সূত্রে শোনা যাচ্ছে। সাত দফায় ভোটের জন্য মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। তবে প্রথম দফায় ঠিক কত কোম্পানি বাহিনী লাগবে, সেটি ভোটের দু-তিন আগে চূড়ান্ত বলতে পারে কমিশন। গত ১ মার্চ প্রথমে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল এই রাজ্যে। পরে আরও ৫০ কোম্পানি আসে। এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে খবর। 


 রুট মার্চ...
লোকসভা ভোটের একমাস আগে থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয় গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সপ্তাহখানেক আগে লেকটাউনের কালিন্দী, দক্ষিণদাঁড়ি, পাতিপুকুর-সহ বিভিন্ন এলাকায় টহল দেন BSF জওয়ানরা। নেতৃত্ব দেন লেকটাউন থানার আইসি। তার আগে, চলতি মাসের একেবারে গোড়ার দিকে জলপাইগুড়িতে শুরু হয় রুটমার্চ। সকাল থেকে জেলার সদর ব্লক-সহ বিভিন্ন জায়গায় কোতয়ালি থানার IC-র নেতৃত্বে রুটমার্চ চলে। ভোটারদের কাছে জানতে চাওয়া হয়, গতবার তাঁরা ঠিকঠাক ভোট দিতে পেরেছেন কিনা। পাশাপাশি, নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাসও দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বর্ধমান, বাঁকুড়া, মালদা শিলিগুড়িতেও রুট মার্চ হয়েছে এর মধ্যে। এর মধ্যে সকাল থেকে বর্ধমান শহরে রুটমার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। দেওয়ানদিঘি ও শক্তিগড় থানা এলাকাতেও তারা রুটমার্চ করে। নেতৃত্বে ছিল রাজ্য পুলিশ। তার আগের দিন পূর্ব বর্ধমানে এসে পৌঁছয় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে এক কোম্পানি থাকে বর্ধমানে, আরেক কোম্পানিকে কাটোয়ায় মোতায়েন করা হয়। ২০২১-র বিধানসভা ভোটে যে সমস্ত রাজনৈতিক কর্মী, সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের বাড়িতেও গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সব মিলিয়ে প্রস্তুতি চলছিল। এবার তা আরও বাড়তে পারে। 


 


আরও পড়ুন:খাস জমি রয়েছে, শিক্ষক ও বিধায়ক হিসেবে পান বেতন, ঋণ, সম্পত্তির খতিয়ান দিলেন BJP-র মনোজ