কলকাতা: মা-মাটি-মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সার্বিক উন্নয়নের জয়। আদালতে যাওয়ার পথে বললেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেননি তিনি। নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) অভিযোগে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সমস্ত দায়ই ঝেড়ে ফেলেছে দল। সরাসরি না হলেও কাজে অন্তত তেমনটাই ইঙ্গিত মিলেছে। জেলবন্দি অনুব্রতর সঙ্গে দলের তরফে দেখা করতে এসেছিলেন প্রতিনিধি দল। কিন্তু পার্থর সঙ্গে এ যাবৎ কেউ দেখা করতে আসেননি।


কিন্তু প্রতিবারই দলের পক্ষেই মন্তব্য শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। এর আগেও একাধিকবার আদালতে হাজিরার সময়ে কখনও দলের পক্ষে কখনও দলনেত্রীর হয়ে কথা বলেছেন তিনি। আর পঞ্চায়েতের গণনার দিনেও তার অন্যথা হল না। আদালতে হাজিরা যাওয়ার সময়েও একই সুরে দল এবং নেত্রীর পক্ষেই কথা বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।


গ্রাম বাংলা রাশ কার হাতে যাবে? সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলছে ভোট গণনা। এই আবহেই কার্যত ভবিষ্যদ্বানী করলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২১-এর  বিধানসভা নির্বাচন কিংবা অন্যান্য নির্বাচনে পার্থই  ছিলেন তৃণমূলের মহাসচিব। এখন তিনি জেলে। ২০২২ সালের ২৮ জুলাই দল তাঁকে বহিষ্কার করা হয়েছে। আজ তাঁকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। সেই সময়েই জয় নিয়ে ভবিষ্যদ্বানী করলেন পার্থ চট্টোপাধ্যায়। বললেন দল অর্থাৎ তৃণমূলেরই জয় হবে। 


কিছুদিন আগে পার্থকে সাংবাদিকের তরফে প্রশ্ন করা হয়, পার্থদা, ডিসেম্বর নিয়ে বারবার খোঁচা দিচ্ছে, তৃণমূলের কোনও ক্ষতি হবে? প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। এভাবেই বারবার দলের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )  । তৃণমূলের ( TMC ) কেউ ক্ষতি করতে পারবে না। এদিন আলিপুরের কোর্ট লক আপে ঢোকার আগে ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গে জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেলবন্দি থাকলেও, তিনি দলের পাশেই আছেন। ফের বুঝিয়ে দেন স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( School Teacher Recruitment Scam ) ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।                             


আরও পড়ুন: Panchayat Election Result 2023 : ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial