কলকাতা: তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি তথা অধুনা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ হাইকোর্টে পাল্টা মামলা দায়েরের অনুমতি চাইলেন। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিল রাজ্যের শীর্ষ আদালত। আগামী কাল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মনোনয়ন জমা দিতে যাওয়ার দিন অশান্তি বাধে, সেই নিয়ে এফআইআর দায়ের হয়েছিল অভিজিতের বিরুদ্ধে। (Abhijit Ganguly)
কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে আসীন থাকাকালীন ভূরি ভূরি অপরাধ মামলার শুনানি করেছেন অভিজিৎ। বিচারপতির আসন ছেড়ে রাজনীতির ময়দানে নামার পর মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধেও। ঘটনার সূত্রপাত গত ৫ মে। ওই দিন তমলুকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে যান অভিজিৎ। সেই উপলক্ষে পথসভা করে বিজেপি। সেখানেই অশান্তি বাধে। (Calcutta High Court)
অভিজিতের মনোনয়নপত্র জমাকে ঘিরে বিজেপি পথসভা করার সময়, তমলুকের হাসপাতাল মোড়ে তৃণমূলপন্থী প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরিহারাদের ধর্না-অবস্থান চলছিল। ওই ধর্না অবস্থানের কাছে বিজেপি-র পথসভা পৌঁছতেই তেতে ওঠে পরিস্থিতি। চাকরিহারাদের সমর্থনে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে ওঠে 'চোর' 'চোর' ধ্বনি শোনা যায়, যাকে ঘিরে হাতাহাতি বেঁধে যায় দু'পক্ষের মধ্যে।
অশান্তি চলাকালীন তৃণমূল এবং বিজেপি, দুই পক্ষই মারমুখী হয়ে ওঠে। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিক্ষোভকারীদের দাবি ছিল, অভিজিৎ এবং শুভেন্দুর নির্দেশে তাঁদের ইট, জুতো ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় চেয়ার। একজন শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে ভর্তিও হন বলে দাবি করেন তাঁরা।
এর পর আন্দোলনকারীদের তরফে থানায় অভিযোগ জানানো হয়। ওই ঘটনায় খুনের চেষ্টা, মহিলাদের সম্মানহানি, মারধর-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করে পুলিশ। এফআইআর-এ নাম ওঠে অভিজিতেরও। যদিও বিজেপি-র দাবি, ওই দিন অশান্তির সময় ঘটনাস্থলে ছিলেন না অভিজিৎ। তিনি প্রায় দুই কিলোমিটার দূরে একটি হুড খোলা গাড়িতে চেপে পথসভা করছিলেন বলে জানানো হয়।
অভিজিৎ যদিও গোড়াতেই অভিযোগ নস্যাৎ করে দেন। গোটাটাই তৃণমূলের সাজানো বলে অভিযোগ করেছিলেন তিনি। যাঁরা অভিযোগ করেছেন, সব তৃণমূলের বলে দাবি করেন তিনি। এবার সেই এফআইআর-কে চ্যালেঞ্জ করেই আদালতে গেলেন অভিজিৎ। তাঁর দাবি, ওই দিন ঘটনাস্থলেই ছিলেন না তিনি। তার পরেও কী করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হল, প্রশ্ন তুলেছেন তিনি।