কলকাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রবিবাসরীয় মেগা ডুয়েলে ৪৭ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির বোলাররা দুরন্ত কামব্যাক করে আরসিবির ব্যাটিং ইনিংসের শেষ ১০ ওভারে ৭৭ রানে সাত উইকেট তুলে নিলেও লাভের লাভ কিছুই হয়নি। তবে ম্যাচে দুই উইকেট নিয়ে পার্পল ক্যাপের (IPL 2024 Purple Cap) দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়লেন খলিল আমেদ (Khalil Ahmed)।


এদিন চার ওভার হাত ঘুরিয়ে ৩১ রান খরচ করেন খলিল। ইনিংসের শেষের দিকে ১৮তম ওভারে তিনি দীনেশ কার্তিক এবং মাহিপাল লোমরোরকে সাজঘরে ফেরান খলিল। এই দুই উইকেটের দৌলতেই বাঁ-হাতি ফাস্ট বোলার পার্পল ক্যাপের দৌড়ে প্রথম পাঁচের মধ্যে ঢুকে পড়লেন। পিছিয়ে পড়লেন কেকেআর তারকা হর্ষিত রানা। খলিল আপাতত ১৩ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন। তাঁর গড় ২৮.৫৬। হর্ষিতের দখলেও ১৬টি উইকেট রয়েছে। তবে হর্ষিতের (৯.৭১) থেকে খলিলের ইকোনমি কম হওয়ায় দিল্লির ফাস্ট বোলার আপাতত এগিয়ে। আবার খলিলের থেকে তুষার দেশপাণ্ডের (Tushar Deshpande) ৮.৫৪-র ইকোনমি রেট কম হওয়ায়, তিনিও সমসংখ্যক উইকেট নিলেও পার্পল ক্যাপের তালিকায় চারে রয়েছেন। তুষারও রবিবার মাঠে নেমেছিলেন। তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে সিএসকের হয়ে দুই উইকেট নেন তুষার।


কী এই পার্পল ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। একইভাবে বোলারদের জন্যও রয়েছে বিশেষ স্বীকৃতি। আইপিএলে প্রত্যেক মরশুমে সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ। অরেঞ্জ ক্যাপের মতোই পার্পল ক্যাপ নিয়েও বেশ হাড্ডাহাড্ডি টক্কর হয়। 


পার্পল ক্যাপের দৌড়ে কিন্তু এখনও বুমরার (Jasprit Bumrah) দখল অব্যাহত। দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। পারফরম্যান্স নিয়েও উঠেছে সওয়াল। তবে এই দুর্দিনেও বুমরা ১৩ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। ইকোনমিতে বুমরার থেকে পিছিয়ে হর্ষল পটেল। তাই তিনি দ্বিতীয় স্থানে। পাঞ্জাব তারকার দখলেও ২০টি উইকেট রয়েছে। তালিকায় তিনে কেকেআরের বরুণ চক্রবর্তী। তিনি ১২ ম্যাচে ৮.৩৪ ইকোনমিতে ১৮টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে বলাই বাহুল্য যে পার্পল ক্য়াপের লড়াই জমে উঠেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: তিনে সিএসকে, অঙ্ক জটিল, তবুও দিল্লি বধে প্লে অফের আশা জিইয়ে রাখল আরসিবি