কলকাতা: ভোটের একদিন আগে সাংবাদিক বৈঠকে অভিষেক। আর সেখান থেকেই ইস্যু ধরে ধরে বিজেপিকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নিশানা থেকে বাদ গেল না সিপিএম-কংগ্রেসও। কখনও বকেয়া টাকা নিয়ে, কখনও সরকারি প্রকল্প নিয়ে আবার কখনও হিংসা-হানাহানি নিয়ে সব বিরোধীদের একসারিতে রেখে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একশো দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির বারবার তরজা হয়েছে। একশো দিনের প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রের দলও এসেছে বাংলায়। শুধু একশো দিনের কাজের প্রকল্প নয়। আবাস মিড-ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতেও দিল্লি থেকে টিম এসেছিল। পঞ্চায়েত ভোটের মুখে সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করলেন অভিষেক। গ্রাম বাংলার অর্থনীতির সঙ্গে, গ্রামীন জীবনে একশো দিনের প্রকল্প, আবাস যোজনা, মিড-ডে মিল প্রকল্প অঙ্গাগীভাবে জড়িত। ফলে এই প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে গ্রামীন মননে অসন্তোষ তৈরি হলে তার ফল ভুগতে হতে পারে রাজনৈতিক দলগুলিকে। ফলে বারবার রাজনৈতিক তরজায় উঠে এসেছে বিষয়গুলি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলায় জিততে না পেরে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। এত ইডি, সিবিআই, চাইলে ১০০দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলা করুক। ভুয়ো জব কার্ড হোল্ডার সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশে। জুন পর্যন্ত রাজ্যে ১৮৬টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। ১০০ দিনের কাজের সাড়ে ৬ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে।'
প্রকল্পে অল্প বিস্তর দুর্নীতির কথা মেনে নিলেও টাকা আটকানো নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর প্রশ্ন, 'কয়েকজন অভিযুক্ত ধরলেও, কেন বাকি ২ কোটি মানুষ ফল ভুগবেন। আমরা চাই বিচার হোক, কিন্তু কয়েকজনের ভুলের জন্য ২ কোটি ভুগবে? এটা বিচার?' ৩ বছর আগে আমফানের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার, দাবি অভিষেকের।
বাংলার টাকা আটকে রাখলে দিল্লি গিয়ে ছিনিয়ে আনার হুঁশিয়ারি আগেও দিয়েছেন অভিষেক। নবজোয়ার যাত্রার কর্মসূচিতে, ভোটের প্রচারে বারবার দিল্লি গিয়ে আন্দোলন করে বকেয়া আনার দাবি করেছেন অভিষেক। এদিনও তাঁর হুঁশিয়ারি, 'যারা বাংলার টাকা আটকে রেখেছে, তাদের উচিত জবাব দিতে হবে। অনেক সৌজন্যের রাজনীতি হয়েছে, এবার দিল্লি থেকে ছিনিয়ে আনব। চোখে দেখে ভোট দিন, বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি আটকে রেখেছে দিল্লি।'
ভোট প্রচারের আবহে নানা সময় একাধিক তৃণমূল নেতার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূলকে ভোট না দিলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না বলে দাবি করা হয়েছিল। এদিন সেই বক্তব্যের কার্যত বিরোধিতা করেছেন অভিষেক। এমন মানসিকতার বিরোধিতা করে তিনি বলেন, 'কেউ বলতে পারবে, বিজেপিকে ভোট দিয়েছি বলে লক্ষ্মীর ভাণ্ডার পাইনি?।'
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা, জেলাশাসকদের কাছে পৌঁছল চিঠি