সুমন ঘড়াই, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Election Commission) দিন সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। ৮ জুলাই, শনিবার রাজ্যের ২২টি জেলায় যেখানে পঞ্চায়েত ভোট হবে, সেখানে রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে।                                   


জানা গিয়েছে, সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরাও। পাশাপাশি রাজ্যের পুরসভা এলাকায় কর্মসূত্রে থাকেন, অথচ পঞ্চায়েত এলাকার ভোটার, সেই সকল ব্যক্তিরাও এই নিয়মের আওতায় থাকবেন। ভোটদানে উৎসাহ দেওয়ার জন্যই এই ছুটি দেওয়া হয়েছে। বেতন কাটার আশঙ্কায় যাতে কোনও কর্মচারী ভোটদানে গরহাজির না থাকেন, সে কারণে সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।


এদিকে, পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেনের ব্যস্থা করল পূর্ব রেল। ইস্টার্ন রেলের শিয়ালদহ ডিভিশন জানাচ্ছে যে শনিবার ও রবিবার, অর্থাৎ ৮ ও ৯ জুলাই চালানো হবে এই তিনটি ট্রেন। ডায়মন্ড হারবার, ক্যানিং ও নামখানা থেকে বেশি রাতে শিয়ালদহে পৌঁছাবে এই তিনটি ট্রেন। থামবে সব স্টেশন এবং হল্টে।        


অন্যদিকে, ডায়মন্ড হারবার থেকে ট্রেন ছাড়বে রাত ১টায়, শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ২৭ মিনিটে। ক্যানিং থেকে ট্রেন ছাড়বে রাত ১ টায়, শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ৫ মিনিটে। নামখানা থেকে ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ২০ মিনিটে। 


আরও পড়ুন, একাধিকের সঙ্গে সম্পর্ক, মেনে নিতে পারে না সঙ্গিনীরাও! রেগে ডিভোর্স করে পাখিরাও


যাতে ভোটের কাজ শেষ করেও ভোটকর্মীরা ঠিকমতো বাড়ি ফিরতে পারেন। পঞ্চায়েত নির্বাচন যেহেতু গ্রামকেন্দ্রিক, তাই প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় ভোট কর্মীদের। কীভাবে ফিরবেন, তা নিয়ে চিন্তা থেকেই যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার পঞ্চায়েতের নির্বাচনী অফিসার ও জেলাশাসকের অনুরোধে এই বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


পঞ্চায়েত ভোটের আগে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে  রাজ্য নির্বাচন কমিশন। কোন জেলায় কত ফোর্স থাকবে, তার হিসেব পাঠানো হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া। এই দুই জেলাতেই থাকছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।


এছাড়া, উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৩৩ কোম্পানি, নদিয়ায় ৩১ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা ও মালদায় ৩০ কোম্পানি, কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। একমাত্র কালিম্পঙে কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না। সব মিলিয়ে এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় আধা সেনা ছাড়াও থাকছে ২০টি রাজ্যের পুলিশ।