মথুরাপুর: প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নিজের কোষাগার থেকেই রাজ্যবাসীর ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এবার আবাস যোজনার বকেয়া টাকাও মিটিয়ে দেওয়ার ঘোষণা করলেন দলের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষের বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ পাশে থাকলে, কাউকে কেন্দ্রের দয়ায় বাঁচতে হবে না বলে জানিয়ে দিলেন তিনি। 


শনিবার মথুরাপুরে নির্বাচনী সভা করেন অভিষেক। সেখান থেকেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তিনি। বলেন, "২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এবং ২০১৭-'১৮ সালের সমীক্ষায় তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের জন্য কেন্দ্র গত ১০ পয়সাও দিয়ে থাকলে শঅবেতপত্র প্রকাশ করতে বলেছিলাম। ১৬ দিন হয়ে গেল, এখনও দেয়নি। থাকলে তো দেবে! বাংলার মানুষ গোহারা হারিয়েছেন বলেই বাংলার বাড়ির টাকা বন্ধ রেখেছে। আজ বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি ৭৫ হাজার কোটি খরচ করতে পারে, তাহলে বাংলার পক্ষে আপনারা এই লড়াইয়ে থাকলে কাউকে আর কেন্দ্রের দয়া-দাক্ষিণ্যে বেঁচে থাকতে হবে না। বছর শেষ হওয়ার আগেই আবাসের প্রথম কিস্তি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।"


এদিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, "বাংলা, তামিলনাড়ু, কেরলের বিজেপি প্রার্থীকে ফোন করে প্রধানমন্ত্রী বলেছেন, ইডি যে ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, তা ফিরিয়ে দিতে আইনি পরামর্শ নিচ্ছেন উনি। এঁদের জুমলাগুলি পাড়ায় পাড়ায় গিয়ে বলুন। দেশের জনসংখ্যা যদি ১৪০ কোটি হয়, তাহলে ৩০০০ কোটি দিলে কত হয়? মাথাপিছু ২১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ২১ টাকা দিয়ে পাঁচ বছরের জন্য আপনার ভোট চাইছেন। আর এঁরাই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকাকে ভিক্ষা বলেন। অর্থাৎ দেশের মানুষকে কতটা দুর্বল ভাবছেন এঁরা! এই জন্যই ওঁদের বাংলাবিরোধী বলি। এই বাংলাবিরোধী, বহিরাগত, স্বৈরাচারীদের জবাব দেবেন না আপনারা?"


বাংলার প্রাপ্য বকেয়া নিয়ে এদিন বিজেপি-কে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, "ক্ষমতায় নেই। ক্ষমতায় আসার আগে ৭০ বিধায়ক, ১৮ সাংসদ জিতেই মানুষের টাকা আটকে দিয়েছে। ক্ষমতায় থাকলে কী করত ভাবুন! এদের ঔদ্ধত্য, দম্ভ, অহঙ্কার কোথায় ভাবুন। ক্ষমতায় না এসে আপনার ১০০ দিনের টাকা আটকে দিয়েছে। একমাস আগে সেই টাকা পেয়েছেন আপনারা, যা মমতা বন্দ্যোপাধ্যের সরকার দিয়েছে। ৫৯ লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দু'বছর ধরে গায়ের জোরে আটকে রেখে দিয়েছে।"


২০২১ সালের বিধানসভা নির্বাচন, তার পরের পঞ্চায়েত নির্বাচনের মতো ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি-কে হারতে হবে বলে জানান অভিষেক। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েও তৃণমূলই সর্বত্র জিতেছিল, জোড়াফুল ফুটিয়েছিল। এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। মানুষ এবারও জবাব দেবে। অভিষেকের দাবি, বিজেপি-র সব আছে, শুধু সঙ্গে মানুষ। তৃণমূলের কিছু নেই, শুধু মানুষ সঙ্গে আছেন। তাই তৃণমূলকে হারানোর ক্ষমতা নেই বিজেপি-র।