কৃষ্ণেন্দু অধিকারী, নয়া দিল্লি: ইন্ডিয়া জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ? জোট বৈঠকে খাড়গের মন্তব্যে কি খুশি নয় তৃণমূল? জল্পনা বাড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক। এদিন সকালে দিল্লিতে অখিলেশের সঙ্গে বৈঠকের পর রাঘব চাড্ডাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক (Abhishek Banerjee)। এদিন সকালে দিল্লিতে অখিলেশের (Akhileh Yadav) বাড়িতে ৪০ মিনিট বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অভিষেকের বাড়িতে যান আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিংহরা।
দিল্লির রাজনীতিতে সমীকরণের জল্পনা উস্কে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে তাঁর একাধিক বৈঠক এমন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে নটায় দিল্লির বাসভবন থেকে কাছেই অখিলেশ যাদবের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মিনিট চল্লিশ বৈঠক হয় সেখানে। তারপর সেখান থেকে অভিষেক ফিরে আসেন নিজের বাসভবনে। সেখানে আপ নেতা রাঘব চাড্ডা, সঞ্জয় সিংহ যান। তাঁদের সঙ্গে আধঘণ্টা বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালেই পরপর দুই আঞ্চলিক দলের সঙ্গে বৈঠক। সূত্রের খবর, কলকাতা ফেরার আগে আরও এক নেতার সঙ্গে বৈঠক করতে পারেন অভিষেক। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কংগ্রেসের তরফ থেকে ইন্ডিয়া জোটের হয়ে যে বক্তব্য রাখা হয়েছে তা কি পছন্দ হয়নি সব শরিকের?
আগেরদিন দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠকের পরে মল্লিকার্জুন খাড়্গে সাংবাদিক বৈঠক করে অবস্থানের কথা জানান। সেই সময় তাঁর পিছনেই ছিলে অভিষেক। সূত্রের খবর, কংগ্রেস যেভাবে সিদ্ধান্ত ঘোষণা করছে তাতে সর্বাংশে সহমত নয় তৃণমূল। এর আগে বিরোধী জোটের ক্ষেত্রে রাহুল গাঁধীর নেতৃত্বে খুব বেশি ভরসা করেনি তৃণমূল। তবে রাজনীতি সম্ভাবনার শিল্প, ফলে পরিস্থিতি বদল হয়েছে। এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এক দশক পরে জোটের শরিকদের উপর নির্ভর করে সরকার হচ্ছে। নীতীশ-নাইডুর কাঁধে ভর করে সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছেন নরেন্দ্র মোদি। যেহেতু জোটের সরকার হচ্ছে এবং বিরোধী জোটের হাতেও যথেষ্ট সংখ্যক সাংসদ রয়েছে তাই কেন সেই সুযোগ নেওয়া হবে না, একসঙ্গে সবাই মিলে নতুন কোনও চেষ্টা কেন করা হবে না? সূত্রের খবর, তৃণমূলের অন্দর থেকে এমনই প্রশ্ন তোলা হচ্ছে।
এই আবহেই জল্পনা বাড়িয়েছে অখিলেশ যাদবের (Akhileh Yadav on Government formation) একটি মন্তব্য। 'কাউকে খুশি করে সরকার গঠন করলে সেই সরকারের স্থায়িত্ব বেশিদিন হয় না, অন্য কেউ খুশি করলে তাঁরা তাঁকে সমর্থন করবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য অখিলেশ যাদবের। তাহলে কি অন্য কোনও সমীকরণ তৈরি হচ্ছে তলে তলে? উত্তর দেবে সময়।
অভিষেকের পরপর বৈঠক নিয়ে রাজ্যের কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেন, 'আলাদা বৈঠক হচ্ছে। আমরা ছিলাম না, গোপনে কী কথা হচ্ছে বলতে পারব না। তবে এভাবে আলাদা বৈঠক ভাল দিকনির্দেশ করে না। যাঁরা করছেন তাঁরাই বলতে পারবেন। এমন একটা সরকার তৈরি হচ্ছে তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দিল্লিতে অখিলেশের বাড়ি অভিষেক! বাইরে এসে আপ্যায়ন খোদ সপা প্রধানের