নয়াদিল্লি: তেলেঙ্গানার ভোট দিয়ে শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা ভোটের দিকে নজর ছিল সবারই। স্পষ্টতই, ফল কী হবে সেদিকেও তাকিয়ে গোটা দেশ। আগামী ৩ ডিসেম্বর ফল ঘোষণা। শেষ হাসি কে হাসবে সবার নজর সেদিকেই। তবে তার আগে আজ, বৃহস্পতিবার বুথফেরত সমীক্ষার (ABP C Voter Exit Poll 2023) ফলাফল।


কী বলছে এবিপি সি ভোটার এক্সিট পোল? 


যে পাঁচ রাজ্যে নির্বাচন হয়েছে তার মধ্যে রয়েছে মিজোরাম। উত্তর-পূর্বের মিজোরামে বিজেপির অস্তিত্ব কার্যত নেই। এখানে লড়াই MNF এবং কংগ্রেসের মধ্য়ে। এবারের বিধানসভা ভোটে মিজোরামে বাজিমাত করবে কোন দল? সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, এবারও পাল্লা ভারী MNF-এরই। সমীক্ষা বলছে, মিজোরামে এবার MNF 15 থেকে 21টি পেতে পারে। জোরাম পিপলস্ মুভমেন্ট বা ZPM পেতে পারে 12 থেকে 18টি আসন। কংগ্রেস পেতে পারে 2 থেকে 8টি আসন। অন্য়ান্য় দলের ঝুলিতে সর্বোচ্চ 5টি আসন যেতে পারে।  সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, মিজোরামে MNF 32%, ZPM 29%, কংগ্রেস 25% আর অন্য়ান্য় দল 14% ভোট পেতে পারে।


মিজোরামে ৪০ আসনের বিধানসভায় প্রার্থীর সংখ্যা ১৭৪। ভোটার সংখ্যা ৮ লক্ষ ৫১ হাজার ৮৯৫। এবারের নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বাধীন মিজো ন্যাশনাল ফ্রন্টকে। একদিকে ছটি দলের জোট 'জোরাম পিপলস মুভমেন্ট', অন্য দিকে কংগ্রেস। মিজোরামের নির্বাচনে আঞ্চলিক দলগুলির গুরুত্ব অনস্বীকার্য। ২০১৮ সালের নির্বাচনে বিজেপি-র জোটশরিক এমএনএফ ৪০টির মধ্যে ২৬টি আসনে জয় পেয়েছিল। বিজেপির ভাগ্যে জুটেছিল ১টি আসন। এবার সেই সমীকরণ বদলাতে চাইবে গেরুয়া শিবির। অন্য দিকে কংগ্রেসও ক্ষমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করবে। শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখবেন মিজোরামের মানুষ? বলবে সময়। 


ভোট বিশেষজ্ঞদের মতে, এই সমীক্ষা থেকে ৩ ডিসেম্বর কী হতে চলেছে, তার একটা পূর্বাভাস পাওয়া যেতে পারে। তবে একথাও সত্যি যে সব সময় বুথফেরত সমীক্ষার ফলাফল মেলে না। এমনকি সমীক্ষার পূর্বাভাস পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে, এমন প্রমাণও অতীত ঘাঁটলে মিলবে। কাজেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজোরামে বাস্তবে কী হল, সে জন্য ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে তার আগে, আজকের এবিপি-সি ভোটারের বুথফেরত সমীক্ষা থেকে ৩ ডিসেম্বরের ছবিটা আন্দাজ করে নেওয়ার চেষ্টা করবেন রাজনৈতিক বিশ্লেষকরা।