ABP Cvoter WB Opinion Poll 2024 Liveরাজ্যের ৪২ আসনে কে কোথায় এগিয়ে? কী বলছে এবিপি সি ভোটার সমীক্ষা? একনজরে সব আপডেট

West Bengal: এরাজ্যের বিয়াল্লিশটা লোকসভা আসনের সমীক্ষার ফলাফল, একেবারে কেন্দ্র ধরে ধরে পেশ করা হবে। তবে সমীক্ষা থেকে জয়-পরাজয়ের একটা আন্দাজমাত্র মিলতে পারে,কারণ গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেন।

ABP Ananda Last Updated: 11 Apr 2024 11:47 PM

প্রেক্ষাপট

কলকাতা: প্রাচীন মিশরের সম্রাট, মানে ফারাওরা, তাঁদের সাম্রাজ্যকে বিয়াল্লিশটা ভাগে ভাগ করতেন। আর সেই বিয়াল্লিশের (ABP Cvoter WB Opinion Poll 2024) দখল নিয়ে, সবসময় ষড়যন্ত্র, যুদ্ধ, কূটকাচালি লেগেই থাকত। এরাজ্যেও,...More

WB Election 2024:দেবাংশু নাকি অভিজিৎ, জুন নাকি অগ্নিমিত্রা?তমলুক, দমদম, হাওড়া, মেদিনীপুর ও মথুরাপুরেই বা এগিয়ে কারা?

দেবাংশু নাকি অভিজিৎ, জুন নাকি অগ্নিমিত্রা?তমলুক, দমদম, হাওড়া, মেদিনীপুর ও মথুরাপুরে এগিয়ে যাঁরা


আরও পড়ুন: https://bengali.abplive.com/elections/abp-cvoter-west-bengal-opinion-poll-who-is-possible-winners-of-tamluk-dumdum-howrah-mathurapur-medinipore-1059625