কলকাতা: পশ্চিমবঙ্গে যুযুধান তৃণমূল ও বিজেপি। ইতিমধ্যেই বাংলায় চারবার এসেছেন মোদি। প্রচার করেছেন। অন্যদিকে জোরকদমে প্রচারে নেমেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপি ২০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বামেরা দিয়েছে ১৬ আসনে প্রার্থী। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে মূলত টক্কর হতে পারে তৃণমূল ও বিজেপির মধ্যেই। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নানাস্তরে জল্পনা শুরু হয়েছে কোন দল কতগুলি আসন পেতে পারে তা নিয়ে। এই সময়েই সামনে এল এবিপি সি ভোটারের সমীক্ষা।
এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বাংলায় এবারের লোকসভা ভোটে তৃণমূলের দখলে যেতে পারে ২৩টি আসন। বিজেপির দখলে যেতে পারে ১৯টি আসন। অর্থাৎ খালি হাতে ফিরতে হতে পারে বাম-কংগ্রেসকে। সমীক্ষায় বলায় হয়েছে পশ্চিমবঙ্গে টিএমসি ৪২ শতাংশ, বিজেপি ৪১ শতাংশ এবং বাকিরা ৭ শতাংশ ভোট পেতে পারে। অর্থাৎ গত লোকসভা ভোটের তুলনায় ভোট শতাংশে কিছুটা পার্থক্য হলেও আসন সংখ্যার নিরিখে খুব বেশি পার্থক্য হবে না বলে সি ভোটারের ওপিনিয়ন পোলে উঠে এসেছে।
অন্য সমীক্ষায় কী বলছে?
বাংলায় আসন নিয়ে সমীক্ষা চালিয়েছে আরও কিছু সংস্থা। সেগুলি কী কী?
ইন্ডিয়া টিভি-সিএনএক্স-এর সমীক্ষায় বলা হয়েছে তৃণমূল ২১টি, বিজেপি ২০টি এবং I.N.D.I.A- জোট ১টি আসন পেতে পারে।
নিউজ ১৮-এর সমীক্ষায় বলা হয়েছে, তৃণমূল ১৭টি, বিজেপি ২৫টি আসন পেতে পারে। বাকিদের কাতা শূন্য থাকবে।
ইন্ডিয়া টুডে-এর সমীক্ষায় তৃণমূল ২২টি, বিজেপি ১৯টি এবং I.N.D.I.A- জোট ১টি আসন পেতে পারে।
(ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)
আরও পড়ুন: লোকসভায় মোদি-ঝড়? কত আসন পেতে পারে এনডিএ? কী বলছে সি-ভোটার?