Heavyweight Exit Poll Live: সি ভোটার এক্সিট পোল, কোন তারকা প্রার্থীর দখলে কটা আসন?

Heavyweight Exit Poll Live: দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের ৪২ আসনে? কী বলছে EXIT POLL?

ABP Ananda Last Updated: 01 Jun 2024 09:33 PM

প্রেক্ষাপট

দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের ৪২ আসনে? রাজ্য ও দেশের একাধিক তারকা কেন্দ্রের তারকা প্রার্থীর লড়াই। কোন প্রার্থীর দখলে যাবে কটা আসন? কী বলছে EXIT...More

ABP C Voter Poll Live: মোট আসন ২৫, আর তা নিয়েই ধুন্ধুমার রাজস্থানে, গেরুয়া ঝড় চলবে?

মোট আসন ২৫। আর তা নিয়েই ধুন্ধুমার রাজস্থানে (Rajasthan)। গেরুয়া ঝড় চলবে? নাকি কালো ঘোড়া হয়ে বাজিমাত করবে I.N.D.I.A. জোট? কী বলছে এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা? এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা বলছে, এনডিএ জোট পেতে পারে ২১ থেকে ২৩টি আসন। খাতা কুলতে পারে I.N.D.I.A. জোট। তারা পেতে পারে ২ থেকে ৪টি আসন। তবে অন্যান্যদের কোনও আসন পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে সমীক্ষায়। পাশাপাশি পূর্বাভাস, এনডিএ জোট পেতে পারে মোট ভোটের ৫৪.৫০ শতাংশ। I.N.D.I.A. জোট পেতে পারে ৩৮.৬০ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৬.৯০ শতাংশ ভোট।