Heavyweight Exit Poll Live: সি ভোটার এক্সিট পোল, কোন তারকা প্রার্থীর দখলে কটা আসন?
Heavyweight Exit Poll Live: দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের ৪২ আসনে? কী বলছে EXIT POLL?
ABP Ananda Last Updated: 01 Jun 2024 09:33 PM
প্রেক্ষাপট
দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের ৪২ আসনে? রাজ্য ও দেশের একাধিক তারকা কেন্দ্রের তারকা প্রার্থীর লড়াই। কোন প্রার্থীর দখলে যাবে কটা আসন? কী বলছে EXIT...More
দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের ৪২ আসনে? রাজ্য ও দেশের একাধিক তারকা কেন্দ্রের তারকা প্রার্থীর লড়াই। কোন প্রার্থীর দখলে যাবে কটা আসন? কী বলছে EXIT POLL? জানুন এক ক্লিকেই।বিকেল পাঁচটা পর্যন্ত বঙ্গের ৯ টি লোকসভায় ভোটদানের গড় হার ৬৯.৮৯ শতাংশ। সপ্তম ও শেষ দফায় আজ ভোট হল তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিতে। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ডহারবার, মথুরাপুর, যাদবপুর, ৩ জেলার ৯টি লোকসভা কেন্দ্রের সবকটি বিধানসভাই একুশের ভোটে তৃণমূল দখল করেছিল। এর মধ্যে বরানগরের বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দিয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ায় একইসঙ্গে বরানগর বিধানসভাতেও আজ উপনির্বাচন হয়। পাশাপাশি, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা-দুর্নীতি মামলায় জেলবন্দি। ৯টি লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৭ হাজার ৪৭০। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৩ হাজার ৭৪৮। সপ্তম ও শেষ দফার ভোটে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ক্যুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়িয়ে করা হয় ১ হাজার ৯৫৮। এর মধ্যে কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬০০ QRT, বসিরহাটে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ১৭৫, বারাসাতে ১৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৩৫১ QRT, দমদমে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ২০৪, ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৬৯ QRT, মথুরাপুরে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, QRT ১৬৬, জয়নগরে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৬৬ QRT মোতায়েন করা হয়। ভোট পর্ব মেটার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP C Voter Poll Live: মোট আসন ২৫, আর তা নিয়েই ধুন্ধুমার রাজস্থানে, গেরুয়া ঝড় চলবে?
মোট আসন ২৫। আর তা নিয়েই ধুন্ধুমার রাজস্থানে (Rajasthan)। গেরুয়া ঝড় চলবে? নাকি কালো ঘোড়া হয়ে বাজিমাত করবে I.N.D.I.A. জোট? কী বলছে এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা? এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা বলছে, এনডিএ জোট পেতে পারে ২১ থেকে ২৩টি আসন। খাতা কুলতে পারে I.N.D.I.A. জোট। তারা পেতে পারে ২ থেকে ৪টি আসন। তবে অন্যান্যদের কোনও আসন পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে সমীক্ষায়। পাশাপাশি পূর্বাভাস, এনডিএ জোট পেতে পারে মোট ভোটের ৫৪.৫০ শতাংশ। I.N.D.I.A. জোট পেতে পারে ৩৮.৬০ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৬.৯০ শতাংশ ভোট।