কলকাতা: লোকসভা নির্বাচনে আর এক সপ্তাহও বাকি নেই। শেষ মুহূর্তের প্রচারে ব্য়স্ত রাজনৈতিক দলগুলি (Lok Sabha Elections 2024)। সেই আবহেই পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে কে এগিয়ে, কে পিছিয়ে থাকতে পারে, তার ইঙ্গিত দিল সি ভোটার সমীক্ষা। রাজ্যের ৪২টি কেন্দ্রকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে সমীক্ষায়। কোনও দল, কোনও কেন্দ্রে, একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকলে, সমীক্ষকরা তাদের Clear Winner বলছেন। এবিপি আনন্দ বলছে, 'সম্ভাব্য জয়ী।' জোর টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে তিন শতাংশ ভোটের স্যুইং হলে, সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে। আবার কিছু কেন্দ্রে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি, যেখানে মাত্র এক শতাংশ ভোটের স্যুইং, সম্ভাব্য ফল উল্টে দিতে পারে। (ABP Cvoter West Bengal Opinion Poll)
রাজ্যের ৪২টি লোকসভা আসনে কোন দল জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে, তার ইঙ্গিত উঠে এসেছে সি ভোটার সমীক্ষায়। একনজরে সি ভোটার সমীক্ষা-
লোকসভা কেন্দ্র | সম্ভাব্য জয়ী | রাজনৈতিক দল |
দার্জিলিং | রাজু বিস্ত | বিজেপি |
কলকাতা দক্ষিণ | মালা রায় | তৃণমূল |
বহরমপুর | অধীররঞ্জন চৌধুরী | কংগ্রেস |
হুগলি | লকেট চট্টোপাধ্যায় | বিজেপি |
কৃষ্ণনগর | মহুয়া মৈত্র | তৃণমূল |
ডায়মন্ড হারবার | অভিষেক বন্দ্যোপাধ্যায় | তৃণমূল |
পুরুলিয়া | জ্যোতির্ময় সিংহ মাহাত | বিজেপি |
রায়গঞ্জ | কার্তিক পাল | বিজেপি |
বোলপুর | অসিত মাল | তৃণমূল |
বালুর ঘাট | সুকান্ত মজুমদার | বিজেপি |
বর্ধমান পূর্ব | শর্মিলা সরকার | তৃণমূল |
তমলুক | অভিজিৎ গঙ্গোপাধ্যায় | বিজেপি |
দমদম | সৌগত রায় | তৃণমূল |
হাওড়া | প্রসূন বন্দ্যোপাধ্যায় | তৃণমূল |
মথুরাপুর | বাপি হালদার | তৃণমূল |
মেদিনীপুর | অগ্নিমিত্রা পাল | বিজেপি |
মালদা উত্তর | খগেন মুর্মু | বিজেপি |
বসিরহাট | হাজি নুরুল ইসলাম | তৃণমূল |
জলপাইগুড়ি | জয়ন্ত রায় | বিজেপি |
শ্রীরামপুর | কল্যাণ বন্দ্যোপাধ্যায় | তৃণমূল |
বর্ধমান-দুর্গাপুর | দিলীপ ঘোষ | বিজেপি |
মুর্শিদাবাদ | আবু তাহের | তৃণমূল |
রানাঘাট | জগন্নাথ সরকার | বিজেপি |
আসানসোল | শত্রুঘ্ন সিনহা | তৃণমূল |
বাঁকুড়া | সুভাষ সরকার | বিজেপি |
ব্যারাকপুর | অর্জুন সিংহ | বিজেপি |
কোচবিহার | নিশীথ প্রামাণিক | বিজেপি |
বারাসাত | কাকলি ঘোষ দস্তিদার | তৃণমূল |
বিষ্ণুপুর | সৌমিত্র খাঁ | বিজেপি |
আরামবাগ | অরূপকান্ত দিগার | বিজেপি |
বীরভূম | শতাব্দী রায় | তৃণমূল |
বনগাঁ | শান্তনু ঠাকুর | বিজেপি |
জঙ্গিপুর | খলিলুর রহমান | তৃণমূল |
কাঁথি | সৌমেন্দু অধিকারী | বিজেপি |
উলুবেড়িয়া | সাজদা আহমেদ | তৃণমূল |
যাদবপুর | সায়নী ঘোষ | তৃণমূল |
আলিপুরদুয়ার | মনোজ টিগ্গা | বিজেপি |
কলকাতা উত্তর | সুদীপ বন্দ্যোপাধ্যায় | তৃণমূল |
মালদা দক্ষিণ | ইশা খান চৌধুরী | কংগ্রেস |
ঝাড়গ্রাম | প্রমথ টুডু | বিজেপি |
জয়নগর | প্রতিমা মণ্ডল | তৃণমূল |
ঘাটাল | দীপক অধিকারী (দেব) | তৃণমূল |
এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। আমাদের জার্নালিস্টিক জাজমেন্টেরও কোনও জায়গাই নেই এখানে। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবহু সাধারণ মানুষের সামনে তুলে ধরি মাত্র। কুড়ি বছর ধরে এই সমীক্ষা হয়ে আসছে। বহুবার মিলেছে, বহুবার মেলেনি। সমীক্ষা কখনও একশোয় একশো পেয়েছে, কখনও শূন্য পেয়েছে। কারণ সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। কে জিতবে, কে হারবে, তা বোঝা যাবে ৪ জুনই, ফলপ্রকাশের পর।