নয়া দিল্লি : গত বছর থেকে হাই-ভোল্টেজের রাজনীতি দেখছে পাঞ্জাব (Punjab)। এবার এক দফায় নির্বাচনে কারা কিস্তিমাত করতে চলেছে কৃষক-অন্দোলনের অন্যতম গড় এই রাজ্যে ? এবিপি-সিভোটার সমীক্ষায় (CVoter Survey) ইঙ্গিত, বড়সড় চমক দিয়ে পাঞ্জাবে ক্ষমতা দখল করতে পারে আম আদমি পার্টি। 


সমীক্ষায় বলা হয়েছে, এবার এই রাজ্যে অরবিন্দ কেজরিওয়ালের দল জিতে নিতে পারে  ৫৫ থেকে ৬৩টি আসন ! ক্ষমতা হারিয়ে কংগ্রেস জিততে পারে ২৪ থেকে ৩০টি আসনে। ২০ থেকে ২৬টি আসন যেতে পারে শিরোমণি অকালি দলের ঝুলিতে। মাত্র ৩ থেকে ১১টি আসনে জয়ী হতে পারে অমরিন্দর সিং ও বিজেপির জোট। সর্বোচ্চ ২টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে। 


সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, আম আদমি পার্টি প্রায় ৪০ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৩০ শতাংশ ভোট। ২০ শতাংশ ভোট যেতে পারে শিরোমণি অকালি দলের ঝুলিতে। এছাড়াও অমরিন্দর-বিজেপি জোট ৮ শতাংশ এবং অন্যরা ২ শতাংশ ভোট পেতে পারে।


কংগ্রেসে (Congress) ছেডে় বিজেপি-র (BJP) সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই। অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে গেরুয়া শিবিরের সঙ্গে আসন সমঝোতাও হয়ে গেছে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ (Captain Amarinder Singh) এবং তাঁর নয়া দল পাঞ্জাব লোক কংগ্রেসের। আসন্ন বিধানসভা নির্বাচনে (Punjab Polls 2022) সেখানে ৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি (BJP)। পাঞ্জাব লোক কংগ্রেস লড়বে ৩৭টি আসনে। জোটের তৃতীয় শরিক শিরমণি অকালি দল (সংযুক্ত) ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।


অন্যদিকে শেষমেশ শিকে ছেঁড়েনি নভজ্যোৎ সিংহ সিধুর (Navjot Singh Sidhu) কপালে। পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বর্তমানে সেই দায়িত্ব সামলানো চরণজিৎ সিংহ চন্নির (Charanjit Singh Channi) নামই ঘোষণা করা হয়েছে কংগ্রেসের (Congress) তরফে।


১১৭ আসনের এই বিধানসভায় এক দফায় ভোট রয়েছে ২০ ফেব্রুয়ারি।


(ডিসক্লেমার : ১১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে এই সমীক্ষা চালিয়েছে সি ভোটার। ৫ রাজ্যে ১ লক্ষ ৩৬ হাজার ৫৭৯ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা।)