মুর্শিদাবাদ: আদালতের (Calcutta High Court) নির্দেশে নতুন করে বড়ঞা বিডিও অফিসে বি-ফর্ম জমা দিল কংগ্রেস (Congress)। কান্দি (Kandi) থেকে পুলিশি পাহারায় বড়ঞা বিডিও অফিসে নিয়ে যাওয়া হয় কংগ্রেস (Congress) নেতৃত্বকে। বড়ঞা বিডিও অফিসে বি-ফর্ম জমা দেন কংগ্রেস নেতৃত্ব। গত মঙ্গলবার বড়ঞা ব্লক অফিস চত্বর থেকে দলীয় প্রার্থীদের প্রতীক নিশ্চিতকরণের ‘বি-ফর্ম’ জমা দিতে যাওয়ার সময় কংগ্রেস মহকুমা সভাপতির হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে কংগ্রেসের ব্লক সভাপতি এবং মহকুমা সভাপতি আক্রান্ত হন বলে অভিযোগ । প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকেই ব্লক অফিসের সামনে ঘর্মায় বসেন অধীর চৌধুরী। বুধবার হাইকোর্ট বড়ঞায় সিআরপিএফ এর উপস্থিতিতে ফর্ম-বি জমা নেওয়ার জন্য নির্দেশ দেন।
গত ২০ জুন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় বিডিও অফিসে পুলিশের সামনেই কংগ্রেস (Congress) নেতাদের মারধর করে প্রতীক জমা দেওয়ার ফর্ম কেড়ে নেওয়া হয়। তৃণমূলের (TMC) বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে কংগ্রেস (Congress)। প্রতিবাদে বিডিও অফিসে (BDO Office) সামনে অবস্থানে বসেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। যদিও হামলার এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল (tmc)।
বিডিও অফিস চত্বরেই ধাক্কাধাক্কি, হামলা, মারধর চলেছে। কংগ্রেস নেতার হাত থেকে ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। আর এই সবটাই হয় পুলিশের সামনে! রাজ্যজুড়ে হিংসার আবহে, আদালতের নির্দেশ সত্ত্বেও বিরোধী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে না পারায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। ১০ দিনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত।
সেদিনই মুর্শিদাবাদে বিডিও অফিসে দেখা গেল এই ছবি! মঙ্গলবার, বড়ঞায় বিডিও অফিসে প্রতীক জমা দিতে গিয়েছিলেন কংগ্রেসের মহকুমা ও ব্লক নেতৃত্ব। অভিযোগ, গাড়ি থেকে নামতেই তাঁদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা।
পুলিশের সামনেই শুরু হয় ধাক্কাধাক্কি, মারধর, কেড়ে নেওয়া হয় ফর্মও। কপালে গুরুতর আঘাত লাগে কংগ্রেসের এক নেতার। ঘটনার প্রতিবাদে বিডিও অফিসের সামনে অবস্থানে বসেন অধীর চৌধুরী। গন্ডগোলের মধ্যে শেষমেশ প্রতীক জমাই দিতে পারেনি কংগ্রেস।