কলকাতা: ফের তারকা-যোগ পদ্মশিবিরে। বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। আজ দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নিলেন তিনি।


কিছুদিন আগেই বনির প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায় যোগ দিয়েছেন তৃণমূলে। এমনকি তৃণমূলের টিকিটেই কৃষ্ণনগর উত্তর থেকে নির্বাচন লড়বেন তিনি। তৃণমূলে রয়েছেন বনির মা পিয়া সেনগুপ্তও। কিন্তু আজ পদ্মে যোগ দিয়ে ছক ভাঙলেন বনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সেই বিষয়ে অবশ্য এখনও মুখ খোলেননি বনি। অভিনেতার মা জানান, বনির এই সিদ্ধান্তের কথা জানতেনই না তিনি। 


অন্যদিকে এখন কৃষ্ণনগরে রয়েছেন প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়। জোর কদমে চলছে প্রচারের কাজ। বনির বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নাকি জানতেনই না তিনি। আজ কৌশানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল এবিপি লাইভ। কৌশানি বলেন, 'আমি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম সেটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা ইন্ডাস্টির সবাই জানে আর আমার মতামতকে সম্মান করে। স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মা ছাড়া কারও মতামত আমি নিইনি। তাই বনিও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যে আমার মতামত নেবে না সেটাই স্বাভাবিক। জানতাম বনি বিজেপিতে যোগ দেওয়ার অফার পেয়েছে। কিন্তু তারপর কৃষ্ণনগর চলে আসি। এখানে এসে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমার সঙ্গে বনির কোনও কথা হয়নি।’


রাজনৈতির মঞ্চে নায়ক বনি সেনগুপ্তকে কখনও কল্পনা করতে পেরেছিলেন কৌশানি? নায়িকা বলছেন, 'আমার কাছে বনি একটা শান্ত, ঠান্ডা ছেলে। সে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেবে সেটা অকল্পনীয়। আমি কেবল জানতাম বনি অফার পেয়েছে। কিন্তু ওর যোগদানের ইচ্ছা রয়েছে সে বিষয়ে কোনও কথা হয়নি। তবে আমরা সবাই একটা স্বাধীন দেশে বসবাস করি। সবার সেখানে নিজস্ব মতামত আছে। আমি ২ দিনের জন্য কলকাতা যাব। ফোনে এই নিয়ে আর কোনও কথা বলব না। বাড়ি গিয়ে বনির মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করব ও কেন এই সিদ্ধান্তটা নিল। কারণ আমার সেই অধিকার রয়েছে। তবে আমার আর বনির সম্পর্কটাকে আমি সম্মান করি। আশা করব সেটা সবাই করবে। কিন্তু আমরা বিবাহিত নয়।  বনির সিদ্ধান্ত সম্পূর্ণ ওর একার। এখানে আমার কোনও বক্তব্য নেই।’