কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেন, হলদিয়া: রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে হাইভোল্টেজ লড়াই এবার নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে।  দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নন্দীগ্রামে শিবমন্দিরে পুজো দেন তিনি। তারপর চলে যান হলদিয়ায়। সেখানে থেকে রোড শো করে ৩টেয় হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


এদিকে আজই নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সকালেই নন্দীগ্রামে পৌঁছে যান তিনি। নন্দীগ্রামে রোড শো করেন বিজেপি প্রার্থী। এই কেন্দ্রে এখনও সংযুক্ত মোর্চা প্রার্থী ঘোষণা করেনি।  সূত্রের খবর, নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থীর নামও আজ ঘোষণা করা হতে পারে। তবে নন্দীগ্রাম আসনটি বামেদের ছেড়ে দিয়েছে আইএসএফ। এই আসনে তারা প্রার্থী দেবে না বলে জানিয়েছে।


প্রার্থী তালিকা ঘোষণার পর মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে পা রেখেই একের পর এক মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নন্দীগ্রামের অস্থায়ী বাসস্থান থেকে বেরিয়ে প্রথমে নন্দীগ্রামের দু'নম্বর ব্লকের একটি শিবমন্দিরে পুজো দিতে যান তৃণমূল নেত্রী। মন্দিরে অঞ্জলি দেন তিনি। আরতিও করেন। পুরোহিতরা তাঁকে আশীর্বাদ করেন।


তৃণমূল প্রার্থীর মতোই বুধবার নন্দীগ্রামে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় শিবমন্দিরে পুজো দেওয়ার কিছুক্ষণ আগেই নাম না করে ধর্মীয় প্রসঙ্গ তুলে তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু।


মঙ্গলবার প্রথমে নন্দীগ্রাম বাসস্ট্যন্ড লাগোয়া মাঠে কর্মিসভা করেন তৃণমূলনেত্রী। তারপর যান সোনাচূড়ার বাসুলী মায়ের মন্দিরে। সেখানে পুজো দেন তিনি! পাশের আরও দু’টি মন্দিরে যান তিনি। এরপর যান, নন্দীগ্রামের চণ্ডী মা-র মন্দিরে যান তৃণমূলনেত্রী। সেখানেও পুজো দেন। এরপর তিনি যান পাশের কালীমন্দিরেও। এরপর যান স্থানীয় মনসা মন্দির ও দুর্গামন্দিরে। পরে গৌড়মাতার মন্দিরে যান তৃণমূল নেত্রী। সেখান থেকে নন্দীগ্রামের সামশেরাবাদে একটি মাজারেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জানকীনাথের মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। এর আগে কর্মিসভা থেকেই তৃণমূল নেত্রী ধর্মের নামে রাজনীতি না করার হুঁশিয়ারি দেন।


তৃণমূল নেত্রীর মন্দিরে মন্দিরে পুজো দেওয়া নিয়ে আজ নাম না করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তাঁর প্রতিপক্ষ শুভেন্দু।