কলকাতা: জাতীয় স্তরে জোটে শামিল থাকলেও, রাজ্যে 'একলা চলো' নীতি নিয়ে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় বিজেপি-র বিরুদ্ধে একা তৃণমূলই লড়ছে, বাম-কংগ্রেস এখানে বিজেপি-র সঙ্গে সমঝোতা করে চলছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই নিয়ে এবার তৃণমূলনেত্রীকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বাম-কংগ্রেস যারই দালালি করুক না কেন, তিনি কেন I.N.D.I.A জোট থেকে সরে এলেন, মমতাকে আগে তা জানাতে হবে বলে দাবি করলেন অধীর। (I.N.D.I.A Alliance)


রবিবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose) সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন অধীর। সেখানে রাজ্যে I.N.D.I.A জোটের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হয় তাঁদের। বিজেপি-র বিরুদ্ধে একা তৃণমূল বাংলায় লড়াই করছে বলে যে দাবি করছেন মমতা, তা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে অধীর বলেন, "আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, কী এমন ঘটল যে জোটের নামকরণ করেছে বলে গর্ব করার পরও হঠাৎ পাল্টি খেলেন মমতা? বিহারে নীতীশ কুমার যেমন পল্টু কুমার হলেন, আপনি কেন পাল্টিকুমারী হলেন, জানতে চাই।"


মমতাকে নিশানা করে অধীর বলেন, "কী এমন ঘটল, কী এমন বাধ্যবাধকতা তৈরি হল, কোথায় ভয় পেলেন আপনি, যে I.N.D.I.A জোট তৈরি করে, রাহুল গাঁধীকে নেতা বলেও হঠাৎ করে জোট ছেড়ে পালাতে হল?আপনি বলেছিলেন, I.N.D.I.A জোটই বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে পারে, নামকরণও আপনি করেছিলেন, তাহলে পালালেন কেন বলুন।"


আরও পড়ুন: Suvendu Adhikari: ‘এই ভোটের পরই আর থাকবে না, পিসি-ভাইপোকে ডকে তুলে দেব’, ফের ডেডলাইন শুভেন্দুর


মমতাকে কটাক্ষ করে অধীর বলেন, "বাম-কংগ্রেস কে, কার দালালি করছে, সে কথা পরে হবে। ইধর উধর কি বাত না কর দিদিস বতা কাফিলা ক্যায়সে লুটা। নীতীশ মুখ্যমন্ত্রী থাকতে পালিয়েছেন। আপনি কেন পালালেন? কী জন্য় ভয় পেলেন?" মমতা বাম-কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি-কে সাহায্য় করার যে অভিযোগ তুলেছেন, এদিন তার পাল্টা প্রশ্ন ছুড়ে দেন অধীরও। 


অধীরের অভিযোগ, আগামী দিনে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে রাজ্যে তৃণমূল সরকার গড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। এর পূর্ব লক্ষণও ইতিমধ্যেই মিলেছে বলে দাবি করেন তিনি। ডায়মন্ড হারবারে জোর লড়াইয়ের ডাক দিয়েও, ইচ্ছাকৃত ভাবে সেখানে বিজেপি দুর্বল প্রার্থী দিয়েছে, যাতে 'খোকাবাবু' সহজেই জিতে যান বলে দাবি করেছেন অধীর। আসলে তৃণমূল এবং বিজেপি-র মধ্যেই সমঝোতা রয়েছে বলে দাবি করেন তিনি।