নয়াদিল্লি: জওহরলাল নেহরু ও ইন্দিরা গাঁধীর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদি। এখনও চলছে এবারের লোকসভা নির্বাচনের ভোটগণনা। সাড়ে তিনশোর কাছাকাছি আসন নিয়ে ফের জয় পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিজেপি একাই তিনশোর কাছাকাছি আসন পেতে চলেছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। এবার তার চেয়েও বেশি আসন পেতে পারে মোদি-অমিত শাহের দল।
দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরু ১৯৫১-৫২ সালের লোকসভা নির্বাচনে তিন-চতুর্থাংশ আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন চলেছিল ১৯৫১ সালের অক্টোবর থেকে ১৯৫২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৮৯টি আসনের মধ্যে ৩৬৪টি পেয়েছিল কংগ্রেস। ১৯৫৭ এবং ১৯৬২ সালের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কংগ্রেস। দ্বিতীয় লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৩৭১টি আসন। ১৯৬২ সালের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৩৬১টি আসন।
১৯৬৭ সালের নির্বাচনে নেহরুর মেয়ে ইন্দিরার নেতৃত্বে ৫২০টি আসনের মধ্যে ২৮৩টি পেয়েছিল কংগ্রেস। সেবারই প্রথম লোকসভা নির্বাচনে জয় পান ইন্দিরা। ১৯৭১ সালের নির্বাচনে ৩৫২টি আসন নিয়ে ক্ষমতায় ফেরেন ইন্দিরা। এবার মোদিও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরপর দু’বার লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়তে চলেছেন।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি
Web Desk, ABP Ananda
Updated at:
23 May 2019 05:38 PM (IST)
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। এবার তার চেয়েও বেশি আসন পেতে পারে মোদি-অমিত শাহের দল।
ফাইল ছবি
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -