পঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে এই প্রথম রাজনীতির ময়দানে পা রাখলেন সানি দেওল। নিকটতম প্রার্থী কংগ্রেসের সুনীল জাখরকে হারিয়ে সংসদে যাওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলেছেন তিনি। সানি দেওল বলতে গিয়ে গোলালেন সংবাদপাঠক, সানি লিওন বলে ফেলতেই সোশ্যাল মিডিয়ায় হাসির হররা
ABP Ananda, Web Desk | 23 May 2019 03:00 PM (IST)
সব শুরু এক টেলিভিশন অনুষ্ঠান থেকে। নামি এক সংবাদ সঞ্চালক সানি দেওল বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেন সানি লিওন। এ নিয়ে হাসিতে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া।
নয়াদিল্লি: জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়েই সংসদে যাওয়ার টিকিট জিতে নিয়েছেন সানি দেওল। কিন্তু আজ সারাদিন কার্যত তাঁকে নাকানি চোবানি খাওয়ালেন বলিউডে সানির অনেক কনিষ্ঠ সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় প্রথম সানির কথা যখনই উঠেছে, তখনই তাঁকে ছাপিয়ে জাঁকিয়ে বসেছেন দ্বিতীয় সানি। আর সব মিলিয়ে দুই সানিকে নিয়ে হইহট্টগোলে লোকসভা ভোটের এই ভরা বাজার আরও জমজমাট। সব শুরু এক টেলিভিশন অনুষ্ঠান থেকে। নামি এক সংবাদ সঞ্চালক সানি দেওল বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেন সানি লিওন। এ নিয়ে হাসিতে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। ঝপ করে চলে আসেন সানি লিওনও। তিনি টুইট করেন, তাহলে কত ভোটে জিতছি? সঙ্গে চোখ টেপার ইমোজি।