আমদাবাদ: এবারের লোকসভা নির্বাচনে গুজরাতের ২৬ জন প্রার্থীর মধ্যে বিজেপি ও কংগ্রেসের পাঁচজন বাদে বাকি সবাই কোটিপতি। মনোনয়ন পেশ করার সময় তাঁরা যে হলফনামা জমা দিয়েছেন, তাতে নিজেদের সম্পত্তির কথা উল্লেখ করেছেন। যে পাঁচ প্রার্থীর ঘোষিত সম্পত্তি এক কোটি টাকার কম, তাঁদের মধ্যে চারজন আদিবাসী।
প্রার্থীদের হলফনামা থেকে জানা গিয়েছে, মেহসানার কংগ্রেস প্রার্থী অম্বালাল পটেলের ঘোষিত সম্পত্তি ৬৯.৯ কোটি টাকার। নবসারির বিজেপি সাংসদ চন্দ্রকান্ত পটেলের ঘোষিত সম্পত্তি ৪৪.৬ কোটি টাকার। জামনগরের বিজেপি সাংসদ পুনম ম্যাডামের ঘোষিত সম্পত্তি ৪২.৭ কোটি টাকার। মেহসানার বিজেপি প্রার্থী শরদাবেন পটেলের ৪৪ কোটি।
যে পাঁচজন প্রার্থী কোটিপতি নন, তাঁদের অন্যতম ভারুচের বিজেপি সাংসদ মনসুখ ভাসাভা। তাঁর ঘোষিত সম্পত্তি ৬৮.৩৫ লক্ষ টাকা। মনসুখের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী শেরখান পঠানের ঘোষিত সম্পত্তি ৩৩.৪ লক্ষ টাকা।
গুজরাতে ৫ জন ছাড়া বিজেপি-কংগ্রেসের সব প্রার্থীই কোটিপতি
Web Desk, ABP Ananda
Updated at:
06 Apr 2019 05:50 PM (IST)
গুজরাতের ২৬ জন প্রার্থীর মধ্যে বিজেপি ও কংগ্রেসের পাঁচজন বাদে বাকি সবাই কোটিপতি। যে পাঁচ প্রার্থীর ঘোষিত সম্পত্তি এক কোটি টাকার কম, তাঁদের মধ্যে চারজন আদিবাসী।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -