দক্ষিণ ২৪ পরগনা: ক্যামেরার সামনে নয়। তবে বাড়ি বাড়ি গিয়ে যাতে মনোনয়ন না হয় বা প্রত্যাহার করে নেওয়া হয়, তা দেখতে বলা হয়েছে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) এসপি (SP) এবং ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসি-আইসিদের, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বসিরহাট পুলিশ জেলার এসপি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে শাহজাহানের কথায় চলতে বলেছে, অভিযোগ বিরোধী দলনেতার।
কী বললেন শুভেন্দু?
ঘটলা হল, এদিনই নির্বাচন কমিশন জানিয়েছে, কারণ না দেখালে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নয়। জেলায় জেলায় মনোনয়ন ঘিরে যে ভাবে সন্ত্রাসের অভিযোগ উঠেছে, তার মধ্য়েই এই নির্দেশ নির্বাচন কমিশনের। বলা হয়েছে, কেন মনোনয়ন প্রত্যাহার করা হচ্ছে তার নির্দিষ্ট কারণ দেখাতেই হবে প্রার্থীকে। এবং সেই ব্যাখ্যা নিয়ে রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হওয়া পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা হবে না। এই নতুন বিজ্ঞপ্তির পর জরুরি ভিত্তিতে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও বসে কমিশন। কিন্তু বিরোধী দলনেতার ক্ষোভ, আগে মনোনয়ন জমা পড়লে তার পরে তো প্রত্যাহার নিয়ে কথা ওঠে। সেই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'ডায়মন্ড হারবারের এসপি, ডায়মন্ড হারবার পুলিশ জেলার সমস্ত ওসি-আইসিদের মিটিং করে বলেছেন, ক্যামেরার সামনে যেন কিছু না হয়। তবে বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন যাতে জমা না পড়ে বা মনোনয়ন প্রত্যাহার করা হয়, তা সুনিশ্চিত করতে হবে।' শুভেন্দুর দাবি, 'ভাইপো'-র কাছে টিকে থাকতেই এমন নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের এসপি। এতেই শেষ নয়। বসিরহাট পুলিশ জেলার এসপি, জন টমাসের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাঁর কথায়, 'তিনি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে শাহজাহানের কথায় পুলিশকে চলতে বলেছেন। শাহজাহানকে বলেছেন, তুমি রাতে মারো। সেই জন্যই ন্যাজাটে, গত কাল রাতে আমাদের দলীয় দফতর পোড়ানো হয়েছে।'
কড়া বিরোধী দলনেতা...
কোনও ভাবেই যে এই ধরনের কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না, সেটি স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। বলেছেন, 'এমন শিক্ষা দেব, আপনারা দেখতে থাকুন। আমরা মহামান্য প্রধান বিচারপতির আগামীকালের রায়ের জন্য অপেক্ষা করছি। এটা গণতন্ত্র রক্ষার লড়াই...।' পাল্টা জবাবে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'ঝুরি ঝুরি মিথ্যে কথা। বানিয়ে একটা রহস্য রোমাঞ্চ সিরিজের কথা বলছেন। ...মাঝেমধ্যে হুমকি দিচ্ছেন। এভাবে আর কত দিন এত মিথ্যে কথা বলে নিজের রাজনৈতিক জীবন টানবেন শুভেন্দু অধিকারী?'
আরও পড়ুন:সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার