পূর্ব মেদিনীপুর: খেজুরিতে বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। প্রতিবাদে বিজেপির মহিলা কর্মীদের পথ অবরোধ। অবরোধ তুলেতে এলে পুলিশের সঙ্গে বচসা। আশঙ্কাজনক অবস্থায় ওই কর্মী ভর্তি হাসপাতালে।


নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। কোথাও মারধর, কোথাও আবার খুনের অভিযোগ। এবার বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনা খেজুরির বারাতলায়। বিজেপির অভিযোগ, শুধু গণধর্ষণই, বিষও খাওয়ানো হয়েছে। প্রতিবাদে আজ সকালে খেজুরি-হেড়িয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল বচসা, শুরু হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মীরা। সকালে ঘটনাস্থলে যাওয়ায় তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাসকে ঘিরেও বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। পুলিশের তরফে তদন্তের আশ্বাস পেয়ে ঘণ্টাদুয়েক পর অবরোধ ওঠে। তৃণমূলের দাবি, গোটাটাই সাজানো, তাদের বদনাম করতেই মিথ্যা অভিযোগ করছে বিজেপি।


বাড়ি ভাঙচুর। কোথাও আক্রান্ত তৃণমূল। রিসের্টে আগুন। কর্মীদের ওপর হামলা। মাকে মারধর। বাদ যাচ্ছে না কিছুই। কোথাও আক্রান্ত বিজেপি। কোথাও প্রাণ হারাচ্ছেন তৃণমূল কর্মী। ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিতে মঙ্গলবার নরেন্দ্রপুর ও বেলেঘাটায় আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্‍ প্রকাশ নাড্ডা।


জে পি নাড্ডা বলেন, আমাদের কর্মীদের মারা হচ্ছে। ভাঙচুর হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ব। ৩ দিনের মধ্যে ২টি রেপ হয়েছে। আমরা আগেই বলেছিলাম। এখন সেটাই হচ্ছে। দিলীপ ঘোষ বলেন, রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। মমতাকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। হারের জ্বালা মেটাতে নানারকম পরিকল্পনা করছে বিজেপি, আক্রমণ তৃণমূলের।