কলকাতা: ২০১৬ সালে প্রত্যাবর্তনের জয়কে স্মরণীয় করে রাখতে মন্ত্রীসভার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ করেছিলেন রেড রোডে। ২০২১ সালে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেওয়া প্রাক্কালে অবশ্য একেবারে ভিন্ন ছবি। জয়ের ব্যবধান তৃণমূলের আগের সব নজির ছাপিয়ে গেলেও রাজ্য এখনও কোভিডের গ্রাসে। তাই বুধবার সকালে রাজভবনে আয়োজিত হতে চলেছে অনাড়ম্বর শপথগ্রহণ অনুষ্ঠান। একাই শপথগ্রহণ সেরে নবান্নের পথে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


আজ সকাল ১০টা ২৫-এ কালীঘাটের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং ফিরহাদ হাকিম। সকাল ১০.৪৫ নাগাদ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পরে রাজভবনে একটি চা-চক্রের আয়োজন করা হয়েছে। তা সেরে সকাল সাড়ে এগারোটা নাগাদ নবান্নে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। যে অনুষ্ঠানে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব।


রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকাও যথেষ্ট সংক্ষিপ্ত। সূত্রের খবর, বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং বিধানসভার সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আমন্ত্রণ করা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি পরিষদীয় দলের প্রাক্তন নেতা মনোজ টিগ্গাকে।


এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে। শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব। 


তৃণমূল সূত্রে খবর, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ২১ জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজয় উত্‍সব পালন করা হবে। সেখানে দেশের বিজেপি বিরোধী সব দলের নেতৃত্বকে আমন্ত্রণ করার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্বের।