বাচ্ছু দাস, দার্জিলিং: রাজু বিস্তাকেই (Raju Bista) ফের দার্জিলিং লোকসভা কেন্দ্র (Darjeeling Loksabha constituency) প্রার্থী করায় কোন্দল দেখা দিয়েছে দার্জিলিং-এর বিজেপি নেতৃত্বের অন্দরে। যা নিয়ে যথেষ্ঠ চিন্তায় রয়েছে কেন্দ্র তথা বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা। এই সুযোগে পাহাড়ে বিজেপিকে রুখতে ইতিমধ্যে তৎপর হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)।
আরও পড়ুন: BJP Foundation Day 2024: ৬ এপ্রিল ৪৪তম প্রতিষ্ঠা দিবস BJP-র, জানুন এর ইতিহাস
ভূমিপুত্র গোপাল লামাকে প্রার্থী করে তৃণমূল প্রথমেই চমক দিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। অন্যদিকে ফের তাঁর জেতা আসন ছিনিয়ে আনতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছেন রাজু বিস্তা। কেউ অনিতা থাপাকে নিয়ে তো কেউ বা বিমল গুরুং-কে পাশে নিয়ে লড়াই শুরু করেছে। এতে ব্যতিক্রম নয় কংগ্রেস (Congress) ও সিপিএম (CPM (I)। স্থানীয় হামরো পার্টি (Hamaro party)-কে সঙ্গী করে এবার লড়াই নেমেছে দার্জিলিং জেলা কংগ্রস। ডঃ মনিষ তামাং-কে প্রার্থী করে এই লড়াই জিততে মরিয়া কংগ্রেস দল।
আরও পড়ুন: BJP MP Tejasvi Surya’s Assets : ৫ বছরে ৩ হাজার শতাংশ সম্পত্তি বৃদ্ধি বিজেপির তরুণ সাংসদ তেজস্বীর !
গত শুক্রবার ভোট প্রচার শুরু করেছে কংগ্রেস। আর পাহাড়ের সমস্ত জায়গায় এবার জোট সঙ্গীদের নিয়ে প্রচার শুরু করল তারা। শনিবার অনিল বিশ্বাস ভবনে এক বৈঠকে মিলিত হয় সিপিএম,,হামরো পার্টি ও কংগ্রেস নেতৃত্বরা। বৈঠকের পর একত্রিত ভাবে শহর শিলিগুড়িতে ভোট প্রচারে নামেন তারা।
এপ্রসঙ্গে দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী ড:মুনিষ তামাং জানান, বিজেপি পাহাড়ের মানুষের সাথে প্রতারণা করেছে। মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি তারা। অন্যদিকে বিভিন্ন পর্ষদ বানিয়ে ভোট ব্যাঙ্ক তৈরি করেছে রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেস। তাই পাহাড়ের প্রকৃত উন্নয়ন একমাত্র কংগ্রেস জোট প্রার্থীর দ্বারাই সম্ভব। তাই পাহাড়ের মানুষকে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।
হর্ষবর্ধন শ্রিংলাকে সাইড করে পাহাড়ে ফের বিজেপির টিকিটে ভোট লড়াই করার সুযোগ পেয়েছেন বিস্তা। তবে তাঁর জন্য এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কার্সিয়ংয়ের বিজেপি বিধায়ক বিপি বাজগাইন, যিনি বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। বন্দনা রাই, একজন অ্যাডভোকেট এবং সমাজকর্মী যিনি ২০১৯ সালের নির্বাচনে বিস্তাকে সমর্থন করেছিলেন, তিনিও তাঁর বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই দু-জন বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে যথেষ্ট ব্যথা দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Lok Sabha Elections 2024: ভারতের নির্বাচনে বিঘ্ন ঘটাতে চিনের হাতিয়ার AI, সতর্ক করল মাইক্রোসফ্ট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।