চণ্ডীগড়: লোকসভা ভোটে বিজেপির দুর্দান্ত জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ও বর্ষীয়াণ কংগ্রেস নেতা অমরিন্দর সিংহ। উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসী প্রধানমন্ত্রী ও নয়া এনডিএ সরকারের ওপর ভরসা রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি।

অমরিন্দর টুইট করে বলেছেন, অসামান্য জয়ের জন্য নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন। দেশের ১০০ কোটির বেশি জনতা উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনার ও নতুন এনডিএ সরকারের দিকে তাকিয়ে। তাদের আশা আকাঙ্খা পূরণ ও দেশের সামগ্রিক উন্নয়ন আনার জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।




পঞ্জাবে অবশ্য বিজেপিকে পিছনে ফেলেছে কংগ্রেস। ১৩টি আসনের মধ্যে তারা এগিয়ে ৮টিতে।