কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। বললেন, 'ওদিকে থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central Force), এদিকে থাকব আমরা। কেন্দ্রীয় বাহিনীকে দেখিয়েই তৃণমূলের ভোটার ভোট মারবে। গুলি করবে? কত গুলি করবে? গুলি শেষ হয়ে যাবে।' এর পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঙ্কার, 'পশ্চিমবঙ্গকে ট্যাকল করতে হলে সেনাবাহিনী ছাড়া কিছু হবে না।' এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও নিশানা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বললেন, '১১ তারিখ টিকিট কেটে রেখেছেন সিভি আনন্দ বোস। ওঁকে ফিরিয়ে নেবে, আর কী করার আছে?' ভোটের আগেই তাঁর দাবি, 'আমরা জিতছি, বুক ফুলিয়ে জিতছি।'
আরও যা ...
এদিন আড়িয়াদহের যুব তৃণমূল নেতাকে হামলার ঘটনা নিয়েও বিস্ফোরক দাবি করেন মদন। যুব তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের নামেও ১ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, সাতদিন আগে এনিয়ে তাদের সাবধানও করেছিলেন। তৃণমূল বিধায়কের অভিযোগ, কিছু ঠিকাদার কয়েকটা গ্রুপকে দুষ্কৃতী বানিয়ে তাদের জমি বিবাদে এগিয়ে দিচ্ছে। যে ঠিকাদার এসব করছেন, তাঁর নাম দিয়ে পুলিশ কমিশনারের কাছে গোপন রিপোর্ট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। যদিও ঘটনার দিন অর্থাৎ কামারহাটির বিধায়কের ইঙ্গিত ছিল, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই গুলি চলে। কিন্তু ২৪ ঘণ্টার ব্য়বধানে, ৩৬০ ডিগ্রি ঘুরে যান মদন। বলেন, “এই গন্ডগোলের পিছনে কোনও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, কোনও বিবাদ, কোনও রাজনৈতিক ব্য়াপার নেই। সম্পূর্ণভাবে এটা জমির দখল নিয়ে লড়াই।’’ পাশপাশি, যাঁরা হামলাকারী, তাঁদেরকে খুন করার জন্য় সুপারি দেওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “যাদের বিরুদ্ধে গুলি চালাবার অভিযোগ এসেছে, আমি ৭ দিন আগে, তাদেরকে সাবধান করেছি। তাদের বিরুদ্ধে সুপারি দেওয়া হয়েছে। এক কোটি টাকা দেওয়ার। আমি নিজে পার্সোনালি তাদের সাবধান করেছি। তারা যখন তারাপীঠ যাবে, বর্ধমান রোডে তাদের মারবে। যাদের বিরুদ্ধে আজ গুলি চালানোর অভিযোগ এসেছে। আমি ব্যক্তিগত ভাবে তাদের বলেছি, তোরা ভুল রাস্তায় যাচ্ছিস। এই নাম, এই লোক তোদের মারার জন্য় সুপারি দিয়েছে। ’’ যদিও আড়িয়াদহকাণ্ডে এখনও কেউ গ্রেফতার হয়নি। গুলি চালানোর কথা স্বীকারও করেনি পুলিশ। তবে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুন:ডায়েট কোকে ক্যান্সারের বিষ ! সতর্ক করল WHO