আমদাবাদ: এ বছর ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ICC World Cup 2023)। দিনকয়েক আগেই বিশ্বকাপের সূচিও ঘোষণা করে দিয়েছে আইসিসি। সূচি অনুযায়ী দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan) আমদাবাদে ১৫ অক্টোবর এক অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচ ঘিরে অগ্নিমূল্য আমদাবাদের (Ahmedabad) হোটেল।

ভারত ও পাকিস্তান বর্তমানে আর দ্বিপাক্ষিক সিরিজে খেলে না। তাই বড় বড় টুর্নামেন্টে তাদের ম্যাচের জন্য অধীর আগ্রহে থাকেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের বহু আগে থেকেই চড়তে শুরু করে উত্তেজনার পারদ। এবারও তাঁর অন্যথা হচ্ছে না। ইতিমধ্যেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, আর সেই সঙ্গেই তড়তড়িয়ে বাড়ছে হোটেলের ভাড়াও। গুজরাতের হোটেল অ্যাসোসিয়েশনের প্রধান নরেন্দ্র সোমানির দাবি অনুযায়ী হোটেলের ভাড়া ১০, ২০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকেই হোটেল বুকিংও শুরু হয়ে গিয়েছে।

নরেন্দ্র সোমানি এএনআইকে বলেন, 'ভারতে প্রচুর ক্রিকেটপ্রেমী রয়েছেন। আমদাবাদে ভারত ও পাকিস্তানের ম্যাচ আয়োজিত হচ্ছে। স্টেডিয়ামে প্রায় এক লক্ষ দর্শকাসন রয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৫ হাজার লোক আসবেন। তবে যে পরিমাণ চাহিদা রয়েছে, তা তো পূরণ করা সম্ভব নয়। যেদিন বিশ্বকাপের সূচিপ্রকাশ হয়েছে, সেদিন থেকেই দ্বিগুণ, ১০ গুণ, এমনকী ২০ গুণ অধিক দামে হোটেল বুকিং শুরু হয়েছে। এত চাহিদা থাকায় একেকটা হোটেল একেকরকম ভাড়া চাইছে।' 

তিনি আরও যোগ করেন, 'লোকজন নদিয়াদ, বঢ়োদাসহ ১০০ কিলোমিটারের আশেপাশে যেসব জায়গা রয়েছে, সেখানকার হোটেলও বুক করছে, যাতে তাঁরা সড়কপথে আমদাবাদে আসতে পারেন। এটা কিন্তু আমাদের হোটেল ইন্ডাস্ট্রির জন্য বেশ ভাল খবর।'

একঝলকে গ্রুপপর্বে বিশ্বকাপে ভারতের সূচি-

দিন প্রতিপক্ষ ভেনু
৮  অক্টোবর ২০২৩  অস্ট্রেলিয়া চেন্নাই
১১ অক্টোবর ২০২৩ আফগানিস্তান নয়াদিল্লি
১৫ অক্টোবর ২০২৩ পাকিস্তান আমদাবাদ
১৯ অক্টোবর বাংলাদেশ পুণে
২২ অক্টোবর নিউজিল্যান্ড ধরমশালা
২৯ অক্টোবর ইংল্যান্ড লখনউ
২ নভেম্বর কোয়ালিফায়ার- ২ মুম্বই
৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ইডেন গার্ডেন্স- কলকাতা
১১ নভেম্বর কোয়ালিফায়ার -- ১ বেঙ্গালুরু

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?