ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আরামবাগ, হুগলি: গতবারের বিজয়ী সাংসদ। কিন্তু এবার আর আরামবাগ (Lok Sabha Poll 2024) লোকসভা আসনে অপরূপা পোদ্দারকে টিকিট দেয়নি তৃণমূল। এবার টিকিট না পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার।
অপরূপা পোদ্দার বলেন, 'ভোটে লড়ার টাকা নেই বলে এবার টিকিট পেলাম না।' তিনি আরও বললেন, 'কেন টিকিট পেলাম না, তাঁর উত্তর দিতে পারবেন হুগলির এক অভিজ্ঞ সাংসদ ও ২ মন্ত্রী। ভোটে লড়ার মতো টাকা নেই আমার, সেটা হুগলির এক সাংসদ ও ২ মন্ত্রী জানতেন। হয়তো সেটা তাঁরা দিদিকে বলেছেন।' তাঁর মন্তব্য়, 'হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি।'
আরামবাগ থেকে টিকিট না পেয়ে এবার বিস্ফোরক বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সরাসরি তুললেন টাকার প্রসঙ্গ!'টাকার' প্রসঙ্গ তুলে কোন দিকে ইঙ্গিত করতে চাইলেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ? কার দিকে ইঙ্গিত করতে চাইলেন অপরূপা পোদ্দার? যখন তাঁকে প্রশ্ন করা হয় যে প্রার্থী হলে দল তো তাঁকে টাকা দিতে সাহায্য করবে। তখন বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার বলেন, 'যখন আমরা ভোটে লড়তে যাই, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ভোট লড়ার জন্য টাকা বের করতে হয়। সঙ্গে সঙ্গে তো দল দেয় না। দলের একটা প্রসেস আছে।'
দুদিন আগেই দেশের অর্থমন্ত্রী, মোদি মন্ত্রিসভার সাংসদ নির্মলা সীতারমণ বলেছেন, 'আমি এক সপ্তাহ থেকে দশ দিন সময় নিয়েছিলাম। তার পরে শুধু বললাম, না, (নির্বাচনে) লড়ার মতো টাকা আমার নেই।' প্রায় একই কথা বললেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদও!
আরামবাগ থেকে গত দুবারের সাংসদ হলেও, এবারের লোকসভা ভোটে আর আরামবাগ থেকে অপরূপা পোদ্দারকে প্রার্থী করেনি তৃণমূল। তাঁর বদলে মিতালী বাগকে টিকিট দিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে কি ঘুরিয়ে হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ও বর্তমান প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং হুগলি থেকে রাজ্য়ের দুই মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও বেচারাম মান্নাকে নিশানা করলেন অপরূপা পোদ্দার?
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'এখানে মন্ত্রী, সাংসদ, কারও রিপোর্ট, সুপারিশ কোনও প্রয়োজনীয়তা নেই। কারণ দিদি সবটা জানেন। পুরো বাংলা তাঁর নখদর্পণে।' অপরূপা পোদ্দারের বিস্ফোরক মন্তব্য় প্রসঙ্গে শ্রীরামপুরের বিদায়ী তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় এবং মন্ত্রী বেচারাম মান্নার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সাধ্যের মধ্যে বিলাসবহুল EV! সিঙ্গল মোটর মডেল আনল Volvo