নয়াদিল্লি: আইপিএলে পরপর ২টো ম্য়াচেই হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের আইপিএল (IPL 2024) মরশুমে এখনও পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। প্রথম ম্য়াচে পাঞ্জাব ও গতকাল রাজস্থান ম্য়াচে হার। এরপরই টিম ম্য়ানেজমেন্টের একাদশ বাছাই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। রঞ্জিতে দুর্দান্ত পারফর্ম করেও ডাগ আউটে বসে থাকতে হচ্ছে পৃথ্বী শ-কে। কিন্তু কেন? এই প্রশ্নই এবার তুলেছেন প্রাক্তন অজি ক্রিকেটার ও সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন কোচ টম মুডি। 


গতকাল দিল্লি ক্যাপিটালস রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে হারতে হয়েছে। দিল্লির হয়ে ওপেনিংয়ে নেমে ওযার্নার ও মার্শ শুরুটা ভাল করলেও এখনও ছন্দ পাননি কেউই। অন্যদিকে ফর্মে থাকা পৃথ্বী একাদশের বাইরে। মুডি বলছেন, ''আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ রয়েছে। কিন্তু ও এখন ডাগ আউটে বসে আছে। মানছি যে গত কয়েকটি আইপিএলে যতটা আশা করা গিয়েছিল, ততটা পারফর্ম করতে পারেনি ও। কিন্তু এটাও তো ঠিক যে ডাগ আউটে বসে কেউ পারফর্ম করতে পারে না।''


রঞ্জির আগে চোট পেয়েছিলেন। কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরেই মুম্বইয়ের হয়ে শেষ চার ম্য়াচের মধ্যে তিনটি শতরান হাঁকান। তবুও পৃথ্বী একাদশের বাইরে। অন্য়দিকে সুযোগ পেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটার রিকি ভুঁই। তবে তিনি পাঞ্জাব ম্য়াচে ৩ ও রাজস্থান ম্য়াচে মাত্র ০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু তবুও পৃথ্বী একাদশের বাইরে।


এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট বলেন, ''পৃথ্বী শ একজন ওপেনার। আমরা মিচেল মার্শ এবং ওয়ার্নারকে ওপেনিংয়ে খেলার সুযোগ দিই। রিকি ভুঁই মিডল অর্ডার ব্যাটার। ও মিডল অর্ডার ব্যাটার। তাই ভুঁই বদলি নয়। ওরা তো অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করে বেশ ভালই পারফর্ম করেছে। তাই আমরা ওদের পরখ করে দেখে নিতে চেয়ছিলাম।''


উল্লেখ্য, ২০২৩ মরশুমটা একেবারেই ভাল যায়নি পৃথ্বীর। সেবার আটটি ম্য়াচ খেলেছিলেন। কিন্তু সেই ম্য়াচগুলোয় মাত্র ১০৬ রান করেছিলেন তিনি। গড় ছিল মাত্র ১৩.২৫। দিল্লি ক্যাপিটালস তাঁদের এবারের মরশুমের তৃতীয় ম্য়াচে খেলতে নামবে আগামী রবিবার। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। সেই ম্য়াচে পৃথ্বী একাদশে সুযোগ পান কি না তা দেখার। 


আরও পড়ুন: বিছানা থেকেই উঠতে পারছিলেন না, ঝোড়ো ইনিংস খেলে ম্য়াচ জিতিয়ে কী বললেন রিয়ান?