নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আবগারি দুর্নীতির মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। আজ তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তাঁকে ১০ দিনের হেফাজতে চেয়েছিল ইডি। এএনআই এবং পিটিআই সূত্রের খবর, শুনানির শেষে সাত দিনের ইডি (ED Custody) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ২৮ মার্চ পর্যন্ত তাঁকে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


 






বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিচারক কাভেরি বাওয়েজার বিশেষ আদালতে তাঁকে নিয়ে যাওয়া হয়। দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করেছেন অভিষেক মনু সিঙ্ঘভি, বিক্রম চৌধুরী, রমেশ গুপ্তা, তাঁদের সঙ্গেই ছিলেন রজত ভরদ্বাজ, মুদিত জৈন, মহম্মদ ইরশাদ।


ইডির হয়ে সওয়াল করেন এএসজি এসভি রাজু এবং স্পেশাল কাউন্সিল জোহেব হোসেইন।


আদালতে ইডির অভিযোগ ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি দুর্নীতি মামলার মূল মাথা। যে আবগারি নীতি তৈরি হয়েছে সেটির সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল সরাসরি যুক্ত ছিলেন।


এএনআই সূত্রের খবর, ইডির অভিযোগ, আপের মিডিয়া ইনচার্জ বিজয় নায়ার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হয়ে কাজ করতেন। ইডির দাবি, এই নায়ার কেজরিওয়ালের বাসস্থানের কাছেই থাকতেন। তিনিই আপ এবং সাউথ গ্রুপের মধ্যে মধ্যস্থতা করেছেন বলে ইডির দাবি।


দুর্নীতির অঙ্ক বলে ইডি যা দাবি করেছে তা কার্যত চোখ কপালে তোলার মতো।  এএনআই সূত্রের খবর, ইডির দাবি এই দুর্নীতি কয়েকশো কোটি টাকার। ব্য়বসায়ী সংস্থার থেকে ঘুষ হিসেবে পাওয়া ৪৫ কোটি টাকা গোয়ার বিধানসভা নির্বাচনে আপ ব্যবহার করেছে বলেও ইডির দাবি। ইডির আরও দাবি, আপ- আদতে একটি সংস্থা। এই দুর্নীতির কারণে ওই 'সংস্থা'র সবাই দায়ী।     


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?