কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। আগামীকাল বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা (Left Front Second Phase Candidate List)। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী মহম্মদ সেলিম । কংগ্রেসের (Congress) সমর্থনেই মুর্শিদাবাদ থেকে লড়বে বামেরা। ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী নিয়ে এখনও কাটেনি জট। বসিরহাট না কি বনগাঁ? কোন আসনে লড়বে সিপিএম, তা নিয়েও চলছে আলোচনা।
শনিবার বামেরা দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে। শুক্রবার বাম দলগুলি নিজেদের মধ্যে এনিয়ে আলোচনা সেরেছে। রাত পেরোলেই বামফ্রন্টের আনুষ্ঠানিকভাবে বৈঠক হবে। ওদিকে, লোকসভা ভোটে বাংলায় কি বাম-কংগ্রেস আসন সমঝোতা আদৌ হবে? নাকি তৃণমূল, বিজেপির মতোই শেষ পর্যন্ত 'একলা চলো'র পথে হাঁটবে দুই শিবির? প্রশ্নের মাঝেই, মঙ্গলবার দুপুর থেকেই দিল্লিতে AICC হেড কোয়ার্টারে একের পর এক জরুরী বৈঠক করে কংগ্রেস। মঙ্গলবার রাতেই প্রার্থী হওয়ার খবর পৌঁছে যায়, মর্তুজা হোসেনের কাছে। তারপরই পার্টি অফিসে উচ্ছ্বাসে মাতেন তাঁর অনুগামীরা। বামেদের ১৭ আসনের পর প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে কংগ্রেস (Congress) ।
বামেরা জোট-সমঝোতার কথা নজরে রেখেই একদফায় প্রার্থীতালিকা ঘোষণা করে। আর তারপরই কয়েকটি আসনে প্রার্থী দেয় কংগ্রেস। পশ্চিমবঙ্গের আটটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তারা। ইতিমধ্য়ে বামেরা যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস। তবে গত বৃহস্পতিবার নৌশাদ সিদ্দিকির দল ISF ৮টি আসনে প্রার্থী দেয়। যার মধ্য়ে কয়েকটি আসনে বাম এবং কংগ্রেসও প্রার্থী রয়েছে। ২১ তারিখ কংগ্রেস তৃতীয় দফায় দেশজুড়ে ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে।
আরও পড়ুন, মাঠে নেমে চুটিয়ে ব্যাটিং, খেলেন কস্তুরি সহযোগে পান, প্রচারে ঝড় তুললেন দেব
অপরদিকে লোকসভা নির্বাচনের ( Lok Sabha Election 2024)আগে দেশের ভিতরে দ্বিতীয় দফায় ৪৩ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ্যে এনে চমক দেয় কংগ্রেস (Congress)। কংগ্রেসের ওই ৪৩ টি প্রার্থীর মধ্যে আসামের জন্য রয়েছে ১২ টি। এরপর গুজরাতের জন্য ৭ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। ১০ টি রয়েছে মধ্যপ্রদেশে। এবং ১০ টি রয়েছে রাজস্থানের জন্য। ৩ টি উত্তরাখণ্ড এবং ১ টি দমন ও দিউ এর জন্য ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেসের এই দ্বিতীয়. দফার প্রার্থী তালিকায় উল্লেখ্যযোগ্য হল, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট পুত্রদের নাম রয়েছে।