আসানসোল: আসানসোল কেন্দ্রে ২০২৪ এর লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই শেষ। এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করলেন আসানসোলে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ৬৩ হাজার ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা।                       


এবারের লোকসভা নির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপির তরফে প্রার্থী হিসাবে ভোজপুরী তারকা পবন সিংয়ের নাম ঘোষণা করা হলেও, তিনি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন। এরপর বিজেপির হয়ে মাঠে নামেন এসএস অহলুওয়ালিয়া। বামেদের প্রার্থী ছিলেন জাহানারা খান।                              


আসানসোল লোকসভা কেন্দ্রের লোকসভার অন্তগর্ত পাণ্ডবেশ্বর, জামুড়িয়া, রানিগঞ্জ, বারাবনি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও কুলটি, এই ৭টি বিধানসভা। মোট বুথ ১ হাজার ৯০১। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩১৯। মোট ভোটার ১৭ লক্ষ ৭০ হাজার ২৮১। আসানসোল ধাদকা পলিটেকনিক, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও রানিগঞ্জের SKS স্কুল, এই ৩টি DCRC করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় মোতায়েন থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 


২০১৯ লোকসভা নির্বাচনের ফল কোন দলের কেমন ছিল?


২০১৯ এর লোকসভা ভোটে, আসানসোল থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন প্রায় ১ লক্ষ ৯৭ হাজার ভোটে। গত লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়র প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৬ লক্ষ ৩২ হাজার ৭২৭, মুনমুন সেন পেয়েছিলেন ৪ লক্ষ ৩৫ হাজার ৫৮৪। সিপিএমের গৌরাঙ্গ চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৮৭ হাজার ৫৫৩ ভোট। বিজেপির প্রাপ্ত ভোটের হার ৫১.৭ শতাংশ, তৃণমূল পায় ৩৫.৬ শতাংশ ভোট। সিপিএমের শতকরা হিসেবে প্রাপ্ত ভোটের হার ৭.২ শতাংশ।                                                                                                               


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে