নয়া দিল্লি : উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের প্রচারে কি আরও রাশ ? র‍্যালি, রোড শো নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার। সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার, এমনই খবর সূত্রের।


গত ৮ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে গোয়া, পাঞ্জাব (Punjab), মণিপুর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের ভোট দিনক্ষণ ঘোষণা করে কমিশন। কোভিড-আবহে (Covid Situation) ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। এনিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে বিশেষ ঘোষণা করা হয়। কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির উদ্দেশে বলা হয়, ভার্চুয়ালি প্রচার করুন। ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও সমাবেশ বা রোড শো করা যাবে না। 


আরও পড়ুন ; উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে ৭ দফায় বিধানসভা নির্বাচন, দেখুন নির্ঘণ্ট



প্রসঙ্গত, ৫ রাজ্যের ভোট হবে ৭ দফায়। ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রথম দফার ভোট হবে।


কবে কোথায় ভোট-


উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত। পাঞ্জাব (Punjab) , উত্তরাখণ্ড ও গোয়ায় ভোট ১৪ ফেব্রুয়ারি, মণিপুরে ভোট ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। ভোট গণনা ১০ মার্চ। 


১) ১০ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (১)


২) ১৪ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (২), পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া


৩)  ২০ ফেব্রুয়ারি-উত্তরপ্রদেশ (৩)


৪) ২৩ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৪)


৫) ২৭ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৫), মণিপুর (১)


৬) ৩ মার্চ- উত্তরপ্রদেশ (৬), মণিপুর (২)


৭) ৭ মার্চ - উত্তরপ্রদেশ (৭)


ভোট গণনা-১০ মার্চ


আগামী দুই মাসে ৬৯০টি বিধানসভা আসনে ভোটপ্রক্রিয়া চলবে। এর মধ্যে সবথেকে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ৪০৩টি আসনে ভোটগ্রহণ হবে, পাঞ্জাবে রয়েছে ১১৭টি আসন, উত্তরাখণ্ডে ৭০টি, মণিপুরে ৬০টি এবং গোয়ায় ৪০টি আসনে ভোটগ্রহণ হবে।