নয়া দিল্লি : ৫ রাজ্যের ভোট হবে ৭ দফায়। আজ সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রথম দফার ভোট হবে।


কবে কোথায় ভোট-


উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত। পাঞ্জাব (Punjab) , উত্তরাখণ্ড ও গোয়ায় ভোট ১৪ ফেব্রুয়ারি, মণিপুরে ভোট ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। ভোট গণনা ১০ মার্চ। 


১) ১০ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (১)


২) ১৪ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (২), পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া


৩)  ২০ ফেব্রুয়ারি-উত্তরপ্রদেশ (৩)


৪) ২৩ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৪)


৫) ২৭ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৫), মণিপুর (১)


৬) ৩ মার্চ- উত্তরপ্রদেশ (৬), মণিপুর (২)


৭) ৭ মার্চ - উত্তরপ্রদেশ (৭)


ভোট গণনা-১০ মার্চ


কমিশনের তরফে ভোট প্রচারে বিশেষ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ভার্চুয়ালি প্রচার করুন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও সমাবেশ বা রোড শো করা যাবে না। আজ সাংবাদিক বৈঠক করে গোয়া, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের ভোট দিনক্ষণ ঘোষণা করে কমিশন।  


আরও পড়ুন ; ৫ রাজ্যে ১৫ জানুয়ারি পর্যন্ত নয় রোড শো-মিছিল, পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী ঘোষণা


সিইসি সুশীল চন্দ্র জানান, এবার ভোটে মোট ১৮.৩৪ কোটি ভোটার অংশগ্রহণ করবে। যার মধ্যে ৮.৫৫ কোটি মহিলা ভোটার।


 



প্রসঙ্গত, আগামী দুই মাসে ৬৯০টি বিধানসভা আসনে ভোটপ্রক্রিয়া চলবে। এর মধ্যে সবথেকে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ৪০৩টি আসনে ভোটগ্রহণ হবে, পাঞ্জাবে রয়েছে ১১৭টি আসন, উত্তরাখণ্ডে ৭০টি, মণিপুরে ৬০টি এবং গোয়ায় ৪০টি আসনে ভোটগ্রহণ হবে।


মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট সময়ে ভোট করানো প্রয়োজন।