লখনউ: নরেন্দ্র মোদি সরকার যেখানে সন্ত্রাসবাদীদের বুলেট উপহার দিয়েছে, সেখানে বিরোধী দলগুলি তাদের বিরিয়ানি অফার করেছে! সাহারানপুরে রবিবার বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে বিরোধীদের আক্রমণ করে এ কথা বললেন যোগী আদিত্যনাথ। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদের নাম না করে তাঁকে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদী ‘আজহার মাসুদের জামাই’ বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, জয়েশ-ই-মহম্মদ প্রধান আজহার মাসুদের জামাই এই কেন্দ্রে দাঁড়িয়েছে, সন্ত্রাসের নায়কের ভাষায় কথা বলে।
বিজেপি প্রার্থী রাঘব লখনপালকে ভোট দেওয়ার আবেদন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, সাহারানপুরে কে জিতবে, আজহার মাসুদের সুরে যে কথা বলে সে, না মোদিজির সেনা, সেটা আপনারাই স্থির করুন।
ওসামা বিন লাদেনেরও উল্লেখ করেন আদিত্যনাথ। বলেন, লাদেনের নাম নিশ্চয়ই শুনেছেন। নির্মমভাবে মরতে হয়েছিল যাকে। আজহার মাসুদও একই ভাবে খতম হবে। আদিত্যনাথ দাবি করেন, বিজেপি দেশ গঠনে দায়বদ্ধ, কোনও বিশ্বাসঘাতককে ভারতের সংহতির ক্ষতি করতে দেবে না। কয়েকটি বিরোধী দল সন্ত্রাসবাদীদের বিরিয়ানি উপহার দিয়েছে, কিন্তু মোদি সরকারের ওদের জন্য ওষুধ একটাই- বোমা-বুলেট।
৩৭-৩৮টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেই কেউ কেউ প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবছে বলেও তিনি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজবাদী পার্টি (বসপা) জোটকেও কটাক্ষ করেন। বাদ দেননি রাহুল গাঁধীকেও। বলেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী একজনকে ‘মস্তিষ্কহীন মানুষ’ বলেছেন। রাহুল গাঁধী ভারতীয় সংস্কৃতি জানেন না, কাঁসির বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে মসজিদে নমাজ পড়ার ঢঙে বসেছিলেন।
কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জন্যও তাঁকে বিদ্রূপ করে আদিত্যনাথ বলেন, কংগ্রেসের একজন ‘মহাগুরু’ আছেন, যিনি আমাদের সশস্ত্র জওয়ানদের সাহস নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ‘মহাগুরু’ই যখন এমন, তখন ‘মহাচেলাদের’ কী অবস্থা, কল্পনা করুন!